
প্রেমের কথা জানিয়ে দিলেন সালমান খান নিজেই!
তাঁর বয়স এখন ৫৬। তবুও টিনসেল টাউনের ‘এলিজেবল ব্যাচেরাল’ই রয়ে গিয়েছেন ভাইজান সালান খান। বেড়েছে একের পর এক ‘প্রাক্তন’ বান্ধবীর সংখ্যা। কিন্তু সালমান রয়েছেন সালমানেই। তবে লুলিয়া ভান্তুরের সঙ্গে সালমান খানের প্রেম নিয়ে বলিউড জুড়ে বেশকিছু দিন ধরেই কানাঘুষো চলছিল। এবার কি তাহলে সে কথা স্বীকার করে ফেললেন ‘ভাইজান’? সম্প্রতি এক রিয়্যালিটি শোয়ের আসরে অভিনেত্রী…