স্ত্রীর স্বপ্ন পূরণে জমি বিক্রি করে হাতি কিনে দিলেন স্বামী
নজর২৪, লালমনিরহাট: প্রিয় মানুষকে খুশি করতে মানুষ কতো কিছুই না করে থাকেন। সম্রাট শাহাজান প্রেমের স্মৃতি রাখতে তাজমহল গড়ে তুলেছেন। যা ইতিহাসের পাতায় আজও প্রেমের মহিমার উজ্বল নক্ষত্র হয়ে রয়েছে। এমনই এক কৃষক দুলাল চন্দ্র রায়। স্ত্রীর স্বপ্ন পূরণে তিনি প্রায় ১৭ লাখ টাকা দিয়ে এনে দেয় হাতি। সাথে এনেছেন হাতিকে দেখভালের জন্য ইব্রাহীম…