ভুল নম্বরে নিশোর সঙ্গে প্রেমে জড়িয়ে পড়েন সাবিলা!
নব্বই থেকে শূন্য দশকে ল্যান্ডফোনের দিনগুলোতে ক্রস কানেকশনের কল্যাণে প্রেম হতো প্রায়ই। তাই সময়ের সাথে সাথে পুরো ব্যাপারটিতেই এক ধরণের রোমান্টিকতা জড়িয়ে গেছে। ল্যান্ডফোন নেই, তাই মুঠোফোন-ম্যাসেঞ্জারের দুনিয়ায় আজকাল আর সেই ক্রস কানেকশনের গল্প শোনা যায় না। তবুও এই সময়ে এসে ক্রস কানেকশন ঘটে যায় আফরান নিশোর জীবনে। মুঠোফোনের অপরপ্রান্তে পেয়ে যান সাবিলা নূরকে। এমনই…