মোংলা বন্দরে পড়ে আছে হাজার হাজার গাড়ি, সাড়া নেই নিলামে
নজর২৪ ডেস্ক- মোংলা বন্দরে দীর্ঘদিন ধরে পড়ে আছে আমদানি করা অসংখ্য রিকন্ডিশন গাড়ি। বন্দর কর্তৃপক্ষ নিলাম প্র’ক্রিয়া শুরু করলেও তেমন সাড়া নেই। ফলে বন্দরে তৈরি হচ্ছে গাড়ির পাহাড়। এই পরি’স্থিতির জন্য আমদানিকারকদের দা’য়ের করা মা’মলাকে দা’য়ী করছে কাস্টমস কর্তৃপক্ষ। খবর- বাংলা ট্রিবিউনের মোংলা কাস্টম হাউজের সহকারী রাজস্ব কর্মকর্তা (এআরও) মো. মহিদ রিয়াদ জানান, মোংলা…