এবার নারীদের ট্যাক্সি ক্যাব চালানোর অনুমতি দিলো সৌদি সরকার
আন্তর্জাতিক- সৌদিতে নারীদের গাড়ি চালানোর অনুমতি দেওয়ার চার বছরেরও কম সময়ের মধ্যে দেশটির নারীদের বলা হয়েছে তারা এখন ট্যাক্সি ক্যাব চালাতে আবেদন করতে পারবে। সৌদি জেনারেল ডিরেক্টরেট অফ ট্রাফিক তার টুইটার অ্যাকাউন্টের মাধ্যমে এই ঘোষণা করেন বলে আরব নিউজের প্রতিবেদনে বলা হয়। বিবৃতিতে বলা হয়েছে যে সৌদ মহিলারা রিয়াদ, জেদ্দা, জিজান, আসির, নাজরান, জউফ, হাইল…