ফাইনালের দিন রোজা ছিলেন নাফিসা কামাল

নিয়ম করে মাঠে আসা, তারকা ক্রিকেটারদের সঙ্গে সেলফি, সোশ্যাল সাইটে উচ্ছ্বাস প্রকাশ―এভাবেই সবাই চেনেন নাফিসা কামালকে। কুমিল্লা ভিক্টোরিয়ান্সের চেয়ারপারসন নাফিসা কামাল এবারের বিপিএলে কিন্তু খুব একটা মাঠে আসেননি। সোশ্যাল সাইটেও নীরব ছিলেন। তবে ফাইনালের দিন নাফিসার উচ্ছ্বাস বাঁধ ভাঙল। তাঁর দল কুমিল্লা যে আবার চ্যাম্পিয়ন হয়েছে! সেটাও ফরচুন বরিশালের মতো তারকাবহুল দলকে হারিয়ে। তবে ফাইনালের…

আরও পড়ুন