ঈদে শাকিবের ‘রাজকুমার’র সঙ্গে মুক্তি পাবে ফেরদৌসের ‘আহারে জীবন’
একাধিক ব্যবসাসফল সিনেমায় অভিনয় করেছেন চিত্রনায়ক ফেরদৌস আহমেদ। মুক্তির মিছিলে রয়েছে তার ‘জ্যাম’, ‘গাঙচিল’ ও ‘আহারে জীবন’ সিনেমা। নতুন খবর হচ্ছে, ছটকু আহমেদ পরিচালিত ‘আহারে জীবন’ সিনেমাটি মুক্তি পাবে আগামী ঈদুল ফিতরে। একই ঈদের মুক্তি পাবে শাকিব খানের ‘রাজকুমার’সহ বেশকিছু সিনেমা। বৃহস্পতিবার (২৫ জানুয়ারি) বিকেলে প্রকাশ করা হয়েছে ‘আহারে জীবন’র ফার্স্টলুক পোস্টার। সেই সঙ্গে জানানো…