
এবার আফজাল হোসেনের সঙ্গী কলকাতার স্বস্তিকা
‘ওয়ান ইলেভেন’নামে সিনেমা বানাচ্ছেন পরিচালক কামরুল রিফাত। সিনেমাটিতে আফজাল হোসেন যে অভিনয় করছেন সে খবর আগেই প্রকাশ করেছেন। তার বিপরীতে কলকতার এক নামি অভিনেত্রী অভিনয় করবেন সে ধারণা আগেই দিয়েছিলেন তিনি। এবার নিশ্চিত করে জানালেন কলকাতার অভিনেত্রী স্বস্তিকা মুখার্জি থাকছেন সিনেমাটিতে। পরিচালক বরাতে জানা গেছে, ছবিতে আফজাল হোসেন ও স্বস্তিকা গুরুত্বপূর্ণ দুটি চরিত্রে অভিনয় করবেন।…