আগে মাঝি নৌকা চালাতো আর এখন নৌকায় মাঝি চালায়: খোকন
প্রধানমন্ত্রীর সাবেক উপ প্রেস সচিব আশরাফুল আলম খোকন সম্প্রতি স্বতন্ত্র প্রার্থীদের দিকে ইঙ্গিত করে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে একাধিক স্ট্যাটাস দিয়েছেন। যা সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। সর্বশেষ স্ট্যাটাসে খোকন লিখেছেন, ‘সারাজীবন দেখলাম, মাঝি নৌকারে পার করে। এখন দেখতেছি, নৌকা ব্যাবহার করা হচ্ছে, মাঝিদের পার করার জন্য। যে মাঝিকে, নৌকা পার করে তীরে নিয়ে যায়, সেই…