শেরপুরের গারোদের ওয়ানগালা উৎসব অনুষ্ঠিত
মিজানুর রহমান, শেরপুর প্রতিনিধি: শেরপুরের ঝিনাইগাতীতে গারো সম্প্রদায়ের মানুষ খ্রিস্টরাজার মহাপর্ব ও ওয়ানগালা উৎসব করেছে। রোববার (২৬ নভেম্বর) দিনব্যাপী মরিয়মনগর সাধু জর্জের ধর্মপল্লীর গির্জা চত্বরে ওই উৎসবের আয়োজন করে। গারোদের বিশ্বাস, ‘মিসি সালজং’ বা শস্যদেবতার ওপর নির্ভর করে ফসলের ভালো ফলন। নতুন ফল ও ফসল ঘরে উঠবে। তার আগে কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানাতে হবে শস্যদেবতার…