বিশ্ব ফুটবলের সবচেয়ে বড় আসর ফিফা বিশ্বকাপ। ২০২২ কাতার বিশ্বকাপ সামনে রেখে ইতোমধ্যে বিশ্বব্যাপী ফুটবল উন্মাদনা শুরু হয়ে গেছে। ইউরোপ, আমেরিকাসহ এশিয়াতেও পড়েছে গোল-বলের প্রভাব।
অনেকেই সামাজিক যোগাযোগ মাধ্যমে নিজেদের পছন্দের খেলোয়াড় ও দলের ছবি শেয়ার করে উসকে দিচ্ছেন বিপক্ষ দলের দর্শকদের। সে তালিকায় বিনোদনজগতের তারকারাও বেশ সরব।
এ দেশের বেশিরভাগ ক্রীড়াপ্রেমী পেলের দেশ ব্রাজিল এবং ম্যারাডোনার দেশ আর্জেন্টিনার সাপোর্টার। সেক্ষেত্রে নায়িকা অপু বিশ্বাসের পছন্দ টকটকে হলুদ জার্সির ব্রাজিলিয়ানদের খেলা। কিন্তু কেন? নায়িকার দাবি, তিনি ফুটবল খেলা বোঝেন, তাই পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়ন ব্রাজিলকে সাপোর্ট করেন।
অভিনেত্রী জানান, তিনি ছোটবেলা থেকেই রোনালদো, রিভালদো, কাকাদের সমর্থক। সে সময় ব্রাজিল সাপোর্ট করতেন না বুঝে। এখন তিনি ফুটবল খেলা পুরিপুরি বোঝেন। বর্তমানে দানি আলভেজ ও নেইমারদের খেলাও তার ভালো লাগে। তাই তিনি ব্রাজিলকেই সাপোর্ট করেন।
অপু বিশ্বাসের দাবি, ‘ফুটবল খেলা যারা পছন্দ করেন, বোঝেন তারা ব্রাজিলকে সাপোর্ট করবেন। ব্রাজিলের খেলোয়াড়দের খেলায় আলাদা একটা ছন্দ আছে, যা অন্য দলের ক্ষেত্রে আমি অনুভব করি না। তাই আমি ব্রাজিলের সাপোর্টার। আগে না বুঝেই সাপোর্ট করতাম, এখন বুঝে সাপোর্ট করি।’