এবার দেখবো দেশের মানুষ আমার জন্য কি করে: সোহেল রানা

দেশের হাসপাতালে চোখের ভুল চিকিৎসায় অন্ধত্ব বরণের উপক্রম হয়েছিল খ্যাতিমান অভিনেতা, প্রযোজক ও বীর মুক্তিযোদ্ধা সোহেল রানার। বিদেশ থেকে চিকিৎসা করিয়ে দেশে ফিরে অভিনেতা তাই আক্ষেপ করে বললেন, ‘যে দেশের জন্য জীবনবাজি রেখে যুদ্ধ করেছিলাম, সে দেশের মানুষরূপী কিছু অসাধু ব্যবসায়ী আমার প্রাণ কেড়ে নেওয়ার চেষ্টা করেছে। তাদের কাছে দেশ আর মানুষের কোনো মূল্যই নেই।’

গত ৩০ অক্টোবর চোখের চিকিৎসা করাতে স্ত্রী ও ছেলেকে সঙ্গে নিয়ে সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে গিয়েছিলেন সোহেল রানা। ফিরেছেন গত শুক্রবার। সোমবার দেশের গণমাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে নিজের ক্ষোভ উগরে দিলেন অভিনেতা। অভিযোগ করলেন, ঢাকার এভারকেয়ার হাসপাতালে তার চোখের ভুল চিকিৎসা হয়েছে। সময়মতো সিঙ্গাপুর না গেলে তিনি অন্ধ হয়ে যেতেন।

তিনি বলেন, যে দেশের জন্য জীবনবাজি রেখেছিলাম, সেই দেশের মানুষরূপী কিছু অসাধু মানুষ জীবন কেড়ে নেওয়ার চেষ্টা করেছে। এমন কিছু মানুষ এখনো স্বাধীন এই দেশের আছে, যাদের কাছে দেশ-মানুষের কোনো মূল্যই নেই। আমি মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও দেশের গুরুত্বপূর্ণ সবার দৃষ্টি আকর্ষণ করছি। আমি আমার শিল্পী সমাজকেও বিষয়টি জানিয়েছি- এবার দেখা যাক। জীবনটা তো বিলিয়ে দিয়েছি এই দেশ, মানুষ আর অভিনয়ের পেছনে। এখন এই দেশ, দেশের মানুষ আর অভিনয় আমার জন্য কি করে।

চোখের ভুল চিকিৎসা করায় এভারকেয়ার হাসপাতাল কর্তৃপক্ষের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার কথা সিঙ্গাপুর যাওয়ার সময়ই জানিয়েছিলেন সোহেল রানার ছেলে মাশরুর পারভেজ। এবার একই কথা জানালেন সোহেল রানাও। বললেন, ‘এদের বিরুদ্ধে কথা না বললে তারা আরও মাথায় উঠে যাবে।’ তার প্রশ্ন, ‘মানুষ নিরুপায় হয়ে ডাক্তারের কাছে যায়। সেই ডাক্তার যদি এমন হয় তাহলে মানুষ কোথায় যাবে?’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *