বিশ্বকাপ থেকে ১ কোটি ৫০ লাখ টাকা পেলেন সাকিবরা

পাকিস্তানের কাছে হেরে চলতি টি-টোয়েন্টি বিশ্বকাপের সুপার টুয়েলভ থেকে বিদায় নেয় বাংলাদেশ দল। যদিও ম্যাচটি জিতলেই প্রথমবারের মতো বিশ্বকাপের সেমিফাইনালে জায়গা করে নিতে পারত সাকিব আল হাসানের দল।

কিন্তু আম্পায়ারের বিতর্কিত সিদ্ধান্ত ও ভাগ্যের নির্মম পরিহাসে বিদায় নিয়েছে টাইগাররা। তবুও যে নাজুক অবস্থায় ছিল বাংলাদেশ দল, সেখান থেকে বিশ্বকাপে প্রথমবারের মতো দুই জয়ে সান্ত্বনা পেতেই পারে টাইগাররা।

সুপার টুয়েলভের গ্রুপ-২ থেকে প্রথম ম্যাচেই ডাচদের বিপক্ষে জয়ের পর জিম্বাবুয়ের বিপক্ষেও দারুণ এক জয় তুলে নেয় টাইগাররা। তবে দক্ষিণ আফ্রিকার কাছে বড় ব্যবধানে হারলেও ভারত-পাকিস্তান ম্যাচে লড়াই করে হেরেছে সাকিবের দল। ফলে সেমিফাইনালে ওঠার স্বপ্নও অধরা রয়ে যায় বাংলাদেশের।

এদিকে ইংল্যান্ডের শিরোপা জয়ের মধ্যে দিয়ে শেষ হয়েছে এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপ। অষ্টম আসরের শিরোপা জয়ের সঙ্গে পেয়েছে আইসিসির দেওয়া সর্বোচ্চ প্রাইজমানিও। সুপার টুয়েলভেই টুর্নামেন্ট থেকে ছিটকে পড়লেও আইসিসির প্রাইজমানি থেকে বাদ যায়নি বাংলাদেশও। অস্ট্রেলিয়া বিশ্বকাপ থেকে ১ কোটি ৫০ লাখ টাকা পেয়েছেন সাকিব আল হাসান-লিটন দাসরা।

বিশ্বকাপে মোট ৫ ম্যাচ খেলেছে বাংলাদেশ। গ্রুপ ২ তে ২ জয়ের বিপরীতে ৩ হারে ৪ পয়েন্ট নিয়ে ছয় দলের মধ্যে ৫ নম্বর হয়ে বিশ্বকাপ শেষ করে বাংলাদেশ। টুর্নামেন্টের পারফরম্যান্সের বিচারে ১ কোটি ৫০ লাখ টাকা পেয়েছে বাংলাদেশ। একই পরিমাণ অর্থ পেয়েছে ডেভিড মিলার ও কাগিসো রাবাদের দল দক্ষিণ আফ্রিকাও।

মেলবোর্নে পাকিস্তানকে ৫ উইকেটে হারিয়ে এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপের চ্যাম্পিয়ন হয়েছে ইংল্যান্ড। সংক্ষিপ্ত সংস্করণে এটি তাদের দ্বিতীয় শিরোপা। এর আগে ২০১০ সালে বিশ্বকাপ জিতেছিল ইংলিশরা। অস্ট্রেলিয়া বিশ্বকাপের সেরা দল হিসেবে এবারের টুর্নামেন্টে সর্বোচ্চ প্রাইজমানিও পেয়েছে ইংল্যান্ড। এ বিশ্বকাপ থেকে ১৭ কোটি ৩৫ লাখ টাকা পেয়েছেন জস বাটলার-বেন স্টোকসরা।

আর রানার্স-আপ দল পাকিস্তান পেয়েছে ৯ কোটি ২৭ লাখ টাকা। ভারত ও নিউজিল্যান্ড দু দলই সেমিফাইনালে খেললেও প্রাইজমানি পেয়েছে আলাদা আলাদা। দুই দলের দলীয় পারফরম্যান্সের বিচারে রোহিত শর্মা-বিরাট কোহলিরা পেয়েছেন ৫ কোটি ৬৪ লাখ টাকা। আর ৫ কোটি ২৫ লাখ টাকা পেয়েছেন কেন উইলিয়ামসন ও ট্রেন্ট বোল্টরা। ১৬ দলের এই টুর্নামেন্টে সবচেয়ে কম প্রাইজমানি পেয়েছে আফগানিস্তান। আদিল রশিদ ও মোহাম্মদ নবীদের দল পেয়েছে ৭০ লাখ ৬২ হাজার টাকা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *