ব্রাজিল-আর্জেন্টিনার বিশ্বকাপ স্কোয়ার্ড ঘোষণার পরই যেন ফুটবল ভক্তদের উম্মাদনা বেড়ে গেছে কয়েক গুণ বেশি। সেই উম্মাদনায় ভেসেছেন হিরো আলমও। বরাবরের মতো এবারও আর্জেন্টিনাকে সমর্থন দিয়ে আসছেন তিনি।
হিরো আলম বলেছেন, আমি ছোটবেলা থেকেই আর্জেন্টিনার সাপোর্টার। যেদিন আর্জেন্টিনার খেলা থাকে চেষ্টা করি সবকিছু বাদ দিয়ে খেলাটা দেখতে। আমার কাছে মনে হচ্ছে আর্জেন্টিনার জিতবে।
গত বছরের কোপা আমেরিকা উপলক্ষে আর্জেন্টিনার সমর্থনে একটি গান করেছিলেন হিরো আলম। বিশ্বকাপ উপলক্ষে এবারও একই আয়োজন থাকছে তার। মেসিদের নিয়ে ইতোমধ্যে একটি গানও তৈরি করেছেন তিনি। শিরোনাম ‘জিতবে এবার আর্জেন্টিনা’।
গানটি কথা ও সুর যৌথভাবে করেছেন হিরো আলম ও এফএ প্রীতম। আর এর দৃশ্যধারণ হয়েছে ঢাকাতেই। গানটি প্রকাশ হবে আগামীকাল সোমবার দুপুরে হিরো আলমের ফেসবুক ও ইউটিউব চ্যানেলে।
হিরো আলম বলেন, ‘বিশ্বকাপের আনন্দ বাড়াতে একটি গান করেছি। এটা আসলে আর্জেন্টিনার ভক্তদের জন্য, কিন্তু গানটি সবারই ভালো লাগবে আশা করি।’
তিনি বলেন, খেলার মধ্যে হার-জিত থাকবে। আর তা মেনে নিতে হবে। হারলে তো জিতা যাই। এইটা মাথায় রাখলে কোনো সমস্যা হবে না। আরও একটা জিনিস সময় মাথায় রাখতে হবে আমাদের সবার পরিবার আছে। তাহলে আর কোনো সমস্যা হবে না। সবাই দোয়া করবেন, মেসি এইবার কাপ নিয়ে দেশে যাবে।