‘ভালোবাসা’ প্রাপ্তিতে শাকিব খানের ধারে-কাছে কেউ নেই

প্রতিবছরের মতো এবারও শুরু হয়েছে অনলাইন মার্কেটপ্লেস ‘দারাজ’ আয়োজিত লাইভ শো ‘দারাজ আইকনিক ইলেভেন ডট ইলেভেন ক্যাম্পেইন’। এই শো-এর বিশেষ চমক হিসেবে হাজির হয়েছিলেন ঢালিউড সুপারস্টার শাকিব খান।

বৃহস্পতিবার (১০ নভেম্বর) রাত ১১টায় দারাজ আয়োজিত এ শো-তে লাইভে আসেন শাকিব।

দারাজের এই শো-এর অন্যতম বিষয় হলো লাভ প্রতিক্রিয়া, ক্ষণে ক্ষণে উপস্থাপক লাভ প্রতিক্রিয়া প্রাপ্তির খবর জানান দিতে থাকেন। এই শো-তে শোবিজ থেকে এখন পর্যন্ত যে সকল তারকা অংশগ্রহণ করেছেন তাদের মধ্যে লাভ প্রতিক্রিয়া প্রাপ্তিতে শাকিব খানের ধারে কাছে কেউ নেই।

এই শোতে এ বছর মানে শাকিব খান পেয়েছেন ৭২ লাখের ওপরে লাভ প্রতিক্রিয়া। এরপরের স্থানে রয়েছেন সিয়াম ও মিম। তারা পেয়েছেন ২১ লাখ ৩৪ হাজার লাভ প্রতিক্রিয়া। গত বছর শাকিব খান দারাজ ইলেভেন শোতে অংশ নিয়েছিলেন। তখনও ৪২ লাখ লাভ প্রতিক্রিয়া পড়েছিল।

শুক্রবার বিকেলে দারাজ কর্তৃপক্ষ জানায়, শাকিব খানের লাইভ শো থেকে যে পরিমাণ সাড়া মিলেছে অতীতের কোনো লাইভ শো থেকে দারাজ এতো রেসপন্স পায়নি। যা দারাজের ইতিহাসে রেকর্ড!

‘দারাজ ইলেভেন ডট ইলেভেন শো’ সেলিব্রেটি ম্যানেজমেন্ট কোয়ার্ডিনেটর তিশা ফারহানা বলেন, ‘ছয় থেকে সাতটি দেশে দারাজের একই শো হচ্ছে। যে দেশে হচ্ছে, সেখানকার টপ সেলিব্রেটিরা অংশ নেন। কিন্তু শাকিব খানের শোটি এ যাবৎ সবচেয়ে বেশি রেসপন্স এসেছে। কোনো দেশে লাইভে একইসঙ্গে এতো দর্শক পাওয়া যায়নি। শো শেষে আমরা ভীষণ আনন্দ করেছি। আমরা ভাবিনি এতো রেসপন্স মিলবে। ’

তিশা বলেন, ‘লাইভে এবার সর্বোচ্চ প্রতিক্রিয়া ছিল ২০ লাখ। আমাদের প্রত্যাশা ছিল শাকিব খান আসায় ৩০ লাখ হবে। শাকিব খানের একঘণ্টার লাইভে দর্শক প্রতিক্রিয়া পড়ছে ৭২ লাখের বেশি। অ্যাপ থেকে আগে লাইভে সর্বোচ্চ দেখছিল ২৭ হাজার, কিন্তু শাকিব খানের শোতে লাইভে দেখেছে ১ লাখ ৪৮ হাজার। ’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *