শাকিব ভাইয়া অনেক হেল্পফুল: লিয়ানা

লিয়ানা লিয়া একজন চলতি প্রজন্মের জনপ্রিয় মডেল ও অভিনেত্রী। যিনি সংগীতশিল্পী ইমরানের গাওয়া ‘ধোঁয়া’ শিরোনামের গানের ভিডিওতে মডেল হয়ে আলোচনায় এসেছিলেন।

এছাড়া লিয়ানাকে তরুণ নির্মাতা শামীম আহমেদ রনির পরিচালনায় ‘রংবাজ’ সিনেমায় ‘লায়লা’ চরিত্রে অভিনয়ের সুযোগ পান। এই সিনেমায় নায়ক ছিলেন ঢালিউড সুপারস্টার শাকিব খান।

সম্প্রতি একটি গণমাধ্যমের সঙ্গে কথা বলেন লিয়ানা। প্রথমেই তিনি বর্তমান ব্যস্ততার কথা জানান। বলেন, আমি অনেক দিন ধরেই টিভিসি, শুট ও মিউজিক ভিডিও নিয়ে ব্যস্ত। যদিও এখন মিউজিক ভিডিও কম করছি।

শাকিব খানের সঙ্গে কাজের অভিজ্ঞতার ব্যাপারে লিয়ানা বলেন, তার সঙ্গে যখন কাজ করেছি তখন অনেক ছোট ছিলাম। সেই সময় শাকিব ভাইয়ারও এত ঝামেলা ছিল না; এখন যেসব দেখি। বাট পারসোনালি তাকে আমি যতটুকু দেখেছি, তিনি অনেক হেল্পফুল একজন মানুষ। প্রচুর হেল্প করে কাজের মধ্যে।

লিয়ানা আরও বলেন, শাকিব ভাইয়া কো-আর্টিস্ট হিসেবে অনেক হেল্পফুল। তবে তার ব্যক্তিগত জীবন নিয়ে কথা বলতে চাই না আমি। কারণ প্রতিটি তারকারই ব্যক্তিগত জীবন থাকবেই। এটাই স্বাভাবিক। দর্শকরা পারসোনাল লাইফ নিয়ে কথা বলবে এটা স্বাভাবিক।

এছাড়া ভবিষ্যতে শাকিব খানের সঙ্গে কাজ করবেন কিনা জানতে চাইলে বলেন, আমি একজন আর্টিস্ট। আর্টিস্ট হিসেবে আমার সবার সঙ্গেই কাজ করতে হবে। তবে আমি অবশ্যই আমার দিক থেকে পছন্দ করে নেব যে, কার সঙ্গে কাজ করব আমি। আর এখন যদি শাকিব খানের সঙ্গে আমার কাজের প্রস্তাব আসে, আমি আসলে তা করব না। মূলত আমি নিজেই এখন সিনেমায় কাজ করতে চাচ্ছি না। তবে ভবিষ্যতে প্রস্তাব পেলে অবশ্যই করব।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *