হঠাৎ সামাজিক যোগাযোগমাধ্যম বেশ উত্তাল। এর একমাত্র কারণ পরীমণির ফেসবুক পোস্ট। সেখানে তিনি ইঙ্গিত করেছেন বিদ্যা সিনহা মিম ও শরিফুল রাজের বিবাহবহির্ভূত সম্পর্কের। এরপর মিমও মুখ খোলেন। বেশি বাড়াবাড়ি করলে আইনি পদক্ষেপ নেওয়ার হুমকি দেন তিনি।
এদিকে উপস্থাপক ও অভিনেতা শাহরিয়ার নাজিম জয় মনে করছেন, নায়ক-নায়িকাদের স্ক্যান্ডালের শেষ নেই। এই ভিড়ে স্ক্যান্ডাল মুক্ত কাউকে খুঁজছিলেন তিনি। অবশেষে পেয়েছেন। অভিনেতা জায়েদ খানকে স্ক্যান্ডাল মুক্ত নায়ক মনে হয়েছে তার। বিষয়টি তিনি জানিয়েছেন নেট দুনিয়ায়।
বৃহস্পতিবার নিজের ফেসবুকে জায়েদ খানের একটি ছবি প্রকাশ করেছেন জয়। ছবিতে দেখা গেছে, জায়েদ ধু ধু প্রান্তরে ঘোড়ার লাগাম ধরে একা হেঁটে যাচ্ছেন। তার চেহারা ভাবলেশহীন।
এই ছবির ক্যাপশনে জয় লিখেছেন, ‘চারিদিকে নায়ক-নায়িকাদের নিয়ে স্ক্যান্ডাল। আমার তো মনে হয় জায়েদ খানই স্ক্যান্ডাল মুক্ত। মানুষের প্রতি বিরক্ত হয়ে একা পথে ঘোড়া নিয়ে হাঁটছেন। একা পথে হাঁটলেই কিন্তু সঠিক গন্তব্যের ঠিকানা পাওয়া যায়।’
এদিকে জয়ের এই পোস্ট নেটিজেনদের জুগিয়েছে হাসির খোরাক। মন্তব্যের ঘরে গিয়ে তা প্রকাশ করেছেন তারা। জয় এই পোস্টের মাধ্যমে জায়েদের প্রশংসা করলেন নাকি তাকে নিয়ে তামাশা করলেন— এমন প্রশ্নও তুলেছেন কেউ কেউ। তবে জয় কোনো মন্তব্যেরই উত্তর দেননি।