ব্যক্তিজীবনের ঝড়-ঝাপটা পাশ কাটিয়ে নবাগত চিত্রনায়িকা জাহারা মিতুকে নিয়ে ‘আগুন’ সিনেমার শুটিংয়ে ফিরেছেন শাকিব খান।
বদিউল আলম খোকন পরিচালিত এ সিনেমায় নাম ভূমিকায় দেখা যাবে শাকিব খানকে। আর মিতুর চরিত্রের নাম সুইটি।
৫ নভেম্বর থেকে গাজীপুরের একটি রিসোর্টে চলছে ছবিটির শেষ লটের শুটিং। জানা গেছে, সামনের দুই ঈদের যে কোনো একটিতে ছবিটি মুক্তির পরিকল্পনা রয়েছে।
উল্লেখ্য, ২০১৯ সালের ৫ আগস্ট শুটিং শুরু হয় ‘আগুন’ ছবিটির। এরপর এই ছবিটির প্রযোজক ক্যাসিনোকাণ্ডে গ্রেফতার হলে অনিশ্চিত হয়ে পড়ে ‘আগুন’ ছবির ভবিষ্যৎ। একসময় ছবির নির্মাতা বদিউল আলম খোকন ছবিটির নির্মাণকাজ শেষ করার উদ্যাগ নেন। এর ফলে বর্তমানে ছবিটির শুটিং আবার শুরু হয়েছে।
ছবির শুটিংয়ে অংশ নিতে এখন গাজীপুরে রয়েছেন নায়কোত্তম শাকিব খান, অভিনেত্রী জাহারা মিতুসহ অনেকে। গত পরশু শুটিংয়ের ফাঁকে মজা করার সময় শাকিব খান ও জাদু আজাদ এভাবেই ক্যামেরার চোখে ধরা পড়েন।