নদীর জল ছুঁয়ে সুখ নিয়ে নিজের উপলব্ধি জানালেন বুবলী

শাকিব খানের সঙ্গে বিয়ে নিয়ে তুমুল আলোচনায় থাকা চিত্রনায়িকা শবনম বুবলী নতুন সিনেমার শুটিংয়ে আছেন সিলেটে, সেখানে বেড়ানোর সঙ্গে সুখ নিয়ে নিজের উপলব্ধি জানালেন ফেইসবুকে।

শবনম বুবলী ‘প্রহেলিকা’ সিনেমার শুটিংয়ে আছেন সিলেটে। শুটিংয়ের ফাঁকে পাহাড়ি নদীর জল ছুঁয়ে জানালেন, সুখ হচ্ছে একটি ‘ভেতরগত ব্যাপার’

প্রহেলিকা সিনেমাটি পরিচালনা করছেন চয়নিকা চৌধুরী। এতে বুবলীর বিপরীতে দেখা যাবে ছোট পর্দার জনপ্রিয় মুখ মাহফুজ আহমেদকে

ফুল তোলা সাদা শাড়ি, খয়েরি লাল ব্লাউজে বুবলীর মধ্যে দেখা যাচ্ছে নদীর স্নিগ্ধতা।

নির্মাতা সূত্রে জানা যায়, ২ নভেম্বর থেকে সিলেটে শুরু হয়েছে সিনেমাটির শুটিং। একটানা শুটিং হবে ২৮ দিন। সিনেমায় চারটি গান রয়েছে। একটির শুটিং হবে বান্দরবানে। বাকি গান ও সিনেমার সিকোয়েন্সেরে শুটিং করা হবে সিলেটের মনোরম পরিবেশে।

এদিকে বেশ কিছুদিন আগেই চাদর সিনেমার শুটিং করে ফিরেছেন বুবলী। শুটিং থেকে ফিরেই এবার তিনি ব্যস্ত হলেন নতুন সিনেমার শুটিংয়ে।

মাহফুজের বিপরীতে কাজ করা প্রসঙ্গে বুবলী বলেন, আমার অসম্ভব প্রিয় অভিনেতা মাহফুজ আহমেদ ভাই। প্রিয় অভিনেতার সঙ্গে কাজ করছি এটা আমার জন্য অবশ্যই আনন্দের। এ ছাড়া চয়নিকা চৌধুরীর সঙ্গেও এটি প্রথম কাজ। আশা করি ভালো কিছুই হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *