চলচ্চিত্র নির্মাণ বাড়াতে আহ্বান জানিয়েছেন সিনিয়র অভিনেত্রী সুচরিতা। তিনি বলেন, আমার এত টাকা নেই যে, ছবি নির্মাণ করব।
সম্প্রতি তিনি গণমাধ্যমকে বলেন, ‘ভালো ছবি নির্মাণ হলে আমি ফ্রি কাজ করতে রাজি আছি। আমার মনে হয়, এ বিষয়টি নিয়ে শিল্পী সমিতিও কাজ করতে পারে।
সুচরিতা বলেন, বনভোজনের দাওয়াত কার্ডে দেখলাম এত এত স্পন্সর, তাহলে আমরা ছবির জন্য কেন স্পন্সর পাচ্ছি না। আমার মনে হয়েছে, সুন্দর করে সমিতি সাজিয়ে লাভ নেই। সব বিক্রি করে দিয়ে সিনেমা নির্মাণ কর। ছোট বাজেটের ছবি হলেও সমস্যা নেই। সেই ছবি দর্শক না দেখলেও সমস্যা নেই। তারপরও ছবি নির্মাণ কর।
লেখা হবে ছবিটি প্রযোজনা করছে শিল্পী সমিতি, আমরা সব শিল্পী দরকার হলে ফ্রি কাজ করব। ছবি হিট হলে শিল্পীরা সেখান থেকে টাকা নেবে। আসলে ছবিই যদি না হয়, বাকি সব মিথ্যা। নির্মাতা, শিল্পী, কলাকুশলী বাঁচবে কীভাবে।