ঢাকাই সিনেমার সুপারস্টার শাকিব খান সাম্প্রতিক সময়ে বেশি আলোচনায় ব্যক্তিগত জীবনের নানান খবরাখবর নিয়ে। তবে এসবের মধ্যেও থেমে নেই তার কাজ। কদিন আগেই ‘শের খান’ নামে নতুন একটি সিনেমায় চুক্তিবন্ধ হয়েছেন ঢালিউড কিং।
এবার শাকিব ভক্তরা ঘণ্টাব্যাপী দেখতে পারবেন প্রিয় তারকার লাইভ। প্রতিবছরের মতো এবারও শুরু হয়েছে অনলাইন মার্কেটপ্লেস ‘দারাজ’ আয়োজিত লাইভ শো ‘দারাজ আইকনিক ইলেভেন ডট ইলেভেন ক্যাম্পেইন’। এই শোর বিশেষ চমক হিসেবে হাজির হবেন শাকিব খান।
আগামী বৃহস্পতিবার (১০ নভেম্বর) রাত ১১টায় হবে এই শো। যেখানে শাকিবের সঙ্গে অনলাইনে যুক্ত থেকে তার ভক্তরা বিভিন্ন উপহারের সুযোগ পাবেন। অনুষ্ঠানটি উপস্থাপনা করবেন রাফসান সাবাব।
জানা গেছে, শাকিবের এই লাইভ শোটি দেখা যাবে চ্যানেল আইয়ের ফেসবুক পেজ, দারাজ অ্যাপ ও দারাজের ফেসবুক পেজে।