৩৭ কেজি ওজন কমালেন অভিনেত্রী রুনা খান

বাংলাদেশের নাটক ও সিনেমা পাড়ার নিয়মিত মুখ রুনা খান। অভিনয়ে বারবার ছাড়িয়ে গেছেন নিজেকে। সবধরণের চরিত্রে নিজেকে মানিয়ে নেয়াই যেন তার বিশেষ গুণ। একের পর এক হিট কনটেন্ট। নির্মাতা মোহাম্মাদ মোস্তফা কামাল রাজের ‘ফ্যামিলি ক্রাইসিস’ আর এবং ‘ফ্যামিলি ক্রাইসিস রিলোডেড’ এ আরও বেশি জনপ্রিয় হয়েছেন তিনি।

রুনা খান একাধিক ওয়েব কনটেন্টে অভিনয় করে প্রশংসিত হয়েছেন। বিশেষ করে আশফাক নিপুণের ‘কষ্টনীড়’ এ তার অভিনয় বাংলাদেশের দর্শকদের পাশাপাশি মুগ্ধ করেছে পশ্চিমবঙ্গের দর্শকদেরও।

দীপ্ত টেলিভিশনের ‘মাশরাফি জুনিয়র’ নাটকে অভিনয় করেও অনেক খ্যাতি কুড়িয়েছেন এই অভিনেত্রী। বর্তমানে অমিতাভ রেজার নির্মাণে ভারতীয় ওটিটি প্লাটফর্ম হইচইতে চলছে তার নতুন সিরিজ ‘বোধ’।

শুধু নাটক টেলিফিল্ম নয় বড়পর্দা এবং ওটিটির পর্দার নিয়মিত মুখ রুনা খান। সম্প্রতি ওজন কমিয়ে নতুন করে আলোচনায় এসেছেন তিনি। নতুন লুকে তিনি যেন এক অষ্টাদশী নারীরূপে ধরা দিচ্ছেন সবার মাঝে।

কিছুদিন আগেও তার শরীরে ওজন ছিল ১০৫ কেজি কিন্তু তা এখন অতীত। ৩৭ কেজি ওজন কমিয়ে মাত্র ৬৮ কেজিতে নিজেকে নিয়ে এসেছেন। দীর্ঘ অধ্যবসায় পরিশ্রমে তার এই প্রাপ্তি। নতুন এই রূপে নেট দুনিয়ায় প্রশংসায় ভাসছেন তিনি।

এদিকে রুনা খান অভিনীত ‘না বলা গল্প’ নামে একটি সরকারি অনুদানের সিনেমা মুক্তির অপেক্ষায় রয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *