বিশ্বকাপের চূড়ান্ত দল ঘোষণা ব্রাজিলের, বাদ পড়লেন যারা

দেখতে দেখতেই চার বছর পেরিয়ে আবারও দোড়গোড়ায় আরেকটি বিশ্বকাপ। কাতারের মাটিতে আর কদিন পরই বসতে চলেছে দ্য গ্রেটেস্ট শো অন আর্থ। বিশ্বকাপকে সামনে রেখে নিজেদের শেষ মুহুর্তের কাজগুলো সেরে রাখতে ব্যস্ত দলগুলো। এর মধ্যেই শুরু হয়েছে অংশগ্রহণকারী দেশগুলোর দল ঘোষণা।

সোমবার (৭ নভেম্বর) দল ঘোষণা করেছে পাঁচ বারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল। ব্রাজিলের এক সময়ের অন্যতম ভরসা মার্সেলো নেই ২৬ জনের দলে। জায়গা হয়নি ফিলিপে কুতিনহো, রবার্ত ফিরমেনোদের। অবশ্য চোটের কারণে খেলা হচ্ছে না কুতিনহোর। আর জায়গা পাননি ফিরমেনো।

১৩ নভেম্বরের মধ্যে সব বিশ্বকাপে অংশ নেওয়া দেশগুলোর দল ঘোষণা করতে হবে। এক সপ্তাহ হাতে রেখে কাজটি সেরে ফেললেন ব্রাজিল কোচ তিতে। ষষ্ঠ শিরোপা জয়ের মিশনে অভিজ্ঞতার চেয়ে তারুণ্যে আস্থা রাখতে চান তিতে, দল দেখে এমনটিই মনে হচ্ছে। ২৬ জনের দলে ১৬ জনই প্রথমবার বিশ্বকাপের বিমান ধরবেন।

দলের ৯ জন ফরোয়ার্ডের দিকে তাকালে বোঝা যায় তিতে ছক কষছেন আক্রমণাত্মক ফুটবলের। সাম্বার ছন্দে বিশ্ব মাতাতে প্রস্তুত তিনি।

আগামী ২০ নভেম্বর পর্দা উঠবে এবারের বিশ্বকাপের। দেশটির আটটি স্টেডিয়ামে চ্যাম্পিয়ন হওয়ার জন্য লড়বে ৩২টি দল। বিশ্বকাপের প্রথম দিন স্বাগতিক কাতার মুখোমুখি হবে ইকোয়েডরের। একদিন পর ২২ নভেম্বর সৌদি আরবের বিপক্ষে ম্যাচ দিয়ে নিজেদের বিশ্বকাপ মিশন শুরু করবে আর্জেন্টিনা। ব্রাজিলের মিশন শুরু ২৫ নভেম্বর। প্রথম ম্যাচে সার্বিয়ার বিপক্ষে লড়বে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নরা।

ব্রাজিলের বিশ্বকাপ স্কোয়াড

গোলরক্ষক : অ্যালিসন, এদেরসন, ওয়েভেরতন

ডিফেন্ডার : দানি আলভেস, দানিলো, আলেক্স সান্দ্রো, আলেক্স তেলেস, চিয়াগো সিলভা, মার্কিনিয়োস, এদের মিলিতাও, গ্লেইসন বেহেমা।

মিডফিল্ডার : কাসেমিরো, ফাবিনিয়ো, ব্রুনো গিমারেস, ফ্রেদ, লুকাস পাকেতা, এভেরতন রিবেইরো, লুকাস পাকেতা।

ফরোয়ার্ড : নেইমার, ভিনিসিউস জুনিয়র, গাব্রিয়েল জেসুস, আন্তোনি, রাফিনিয়া, রিশার্লিসন, গাব্রিয়েল মার্তিনেল্লি, রদ্রিগো, পেদ্রো।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *