কুমিল্লায় কত লোক হয়েছে দেখে যান, মির্জা ফখরুলকে কাদের

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে বিএনপির সমাবেশের আয়োজনকে ব্যঙ্গ করে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, ‘বিএনপির সম্মেলনে কতজন লোক হয়েছে তা আমরা দেখেছি। কত রঙ্গ দেখাইলা রে জাদু; রঙ-বেরঙের নাটক।’

শনিবার কুমিল্লা মহানগর আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলনের উদ্বোধনী বক্তব্যে এ কথা বলেন তিনি।

বরিশালে বিএনপির সমাবেশের মধ্যেই কুমিল্লায় আওয়ামী লীগের এ সম্মেলন হচ্ছে। বেলা ১১টায় কুমিল্লা টাউন হল মাঠে সম্মেলনের আনুষ্ঠানিকতা শুরু হয়।

এই সম্মেলনে কত লোক হয়েছে তার খবর নিতে বিএনপি নেতাদের প্রতি আহ্বান জানিয়ে ওবায়দুল কাদের বলেন, ‘ফখরুল সাহেবের কী খবর? শুয়ে আছেন টাকার বস্তার ওপর। কুমিল্লা মহানগর আওয়ামী লীগের সম্মেলনে কত লোক হয়েছে, আসেন এবং দেখে যান। এটা বিভাগীয় কোনো সমাবেশ না, শুধু মহানগর ইউনিট। আপনাদের মতো ভাড়া করা লোক নেই এখানে।’

মুক্তিযুদ্ধের মাস ডিসেম্বর আওয়ামী লীগের মাস- আখ্যা দিয়ে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, ‘আমরা বঙ্গবন্ধুর নেতৃত্বে বিজয়ী হয়েছি, এই ডিসেম্বরেও আমাদেরই বিজয় হবে। ডিসেম্বরে বিএনপির রঙিন খোয়াব কর্পূরের মতো উড়ে যাবে। আগামী নির্বাচনে আমরাই শেখ হাসিনার নেতৃত্বে বিজয়ের স্বর্ণদুয়ারে পৌঁছাবো।’

জিয়াউর রহমান ও তারেক জিয়ার সমালোচনা করে কাদের বলেন, ‘পাকিস্তানিরাও যেই সাহস করেনি সেটাই করেছে জিয়াউর রহমান। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের হত্যাকাণ্ড, জিয়া না চাইলে খুনিরা এতো সাহস পেতো না। জিয়াই ১৫ অগাস্টের খুনিদের পুরস্কৃত করেছেন, খুনিদের বিদেশী দূতাবাসে চাকরি দিয়েছেন।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *