চলতি সময়ের টিভি নাটকের ব্যস্ত অভিনেত্রী রুকাইয়া জাহান চমক। ওয়েব সিরিজ ‘মহানগর’-এ অভিনয় করেই নজর কেড়েছিলেন তিনি। নতুন খবর হলো- এবার বড় পর্দায় নাম লেখাচ্ছেন ছোট পর্দার রুকাইয়া জাহান চমক। এরইমধ্যে চুক্তিবদ্ধ হয়ে গেছেন।
প্রথম সিনেমায় নায়ক হিসেবে চমক পাচ্ছেন চিত্রনায়ক নিরব হোসেনকে। ছবিটির এই নায়িকা ইস্যুতে ক’দিন আগেও একটা চমক ছিল। যাতে চুক্তিবদ্ধ হয়েছিলেন ‘ন ডরাই’ নায়িকা সুনেরাহ।
তবে মহরত অনুষ্ঠানের দিনই তিনি ছবিটি থেকে সরে দাঁড়ান। মূলত এরপর সেই স্থানেই যুক্ত হন সত্যিকারের চমক! ‘জয় বাংলা ধ্বনি’ নির্মাণ করছেন খ. ম. খুরশীদ। শুটিং এরমধ্যে শুরু হয়েছে।
সিনেমার এই যাত্রা নিয়ে সংবাদমাধ্যমের সঙ্গে আলাপ করেছেন জনপ্রিয় এ অভিনেত্রী। জানালেন, এখন থেকে নিয়মিত হবেন সিনেমায়।
তিনি বলেন, আমি তো মিডিয়াতে দীর্ঘদিন ধরে তো আমি কাজ করছি না, মাত্র দুই বছর। আর এটা আমার প্রথম সিনেমা নয়, এর আগে আরেকটি সিনেমায় কাজ করেছি, সেটি মুক্তি অপেক্ষায় রয়েছে।
ছোট পর্দা ছেড়ে কি সিনেমাতেই নিয়মিত হচ্ছেন? চমক বলেন, হ্যাঁ, অবশ্যই এটা বলতে পারেন। ব্যাক টু ব্যাক আরও দুটি সিনেমা করার কথা রয়েছে এই বছরের শেষের দিকে। তবে ছোট পর্দাতেও অবশ্যই দেখা যাবে। ছোট পর্দা বা বড় পর্দা বলে আমার কাছে কিছু নেই। আমার কাছে শুধু গল্পটাই বড়। আমি গল্প হিসেবে একটা প্রজেক্ট দেখি। আমি আলাদা করে কখনও এটা নির্ধারণ করিনা।
জানা যায়, ১ লা নভেম্বর থেকে মাদারীপুরের পদ্মার চরে নিরব-চমক শুটিংয়ে অংশ নিয়েছেন। এতে নিরবের চরিত্রের দুটি বয়স দেখানো হবে, একটি ৭১ সালের যুবক, আরেকটি ২০২২ সালের বয়োবৃদ্ধ।
চমকও দুটি বয়সে পর্দায় হাজির হবেন। তাদের দুজনের একটি লক্ষ্যে ‘জয় বাংলা’ স্লোগান সবার মধ্যে ছড়িয়ে দেওয়া।
সিনেমার কাহিনি লিখেছেন সাবেক নৌ পরিবহন মন্ত্রী শাজাহান খান। ২০২১-২২ অর্থবছরে সরকারি অনুদান পেয়েছে সিনেমাটি।