বিয়ের প্রলোভনে ধর্ষণ, ছাত্রলীগ নেতার বিরুদ্ধে মামলা

নজর২৪, রাজশাহী- বিয়ের প্রলোভনে ‘ধর্ষণ ‘ করা হয়েছে এমন অভিযোগ তুলে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ছাত্রলীগ নেতার বিরুদ্ধে মামলা দায়ের করেছেন ভুক্তভোগী এক শিক্ষার্থী।

 

শনিবার রাতে নগরীর মতিহার থানায় এ মামলা রেকর্ড করা হয়।

 

অভিযুক্ত ছাত্রলীগ নেতা ফেরদৌস মোহাম্মদ শ্রাবণ বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী এবং রাবি ছাত্রলীগের মানবসম্পদ উন্নয়ন বিষয়ক সম্পাদক। তার বাড়ি বরগুনা জেলার পাথরঘাটা এলাকায়।

 

মতিহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এএসএম সিদ্দিকুর রহমান বলেন, ২০১৯-এর আগস্ট থেকে মেয়েটির সাথে শ্রাবনের সম্পর্ক ছিলো। এর মধ্যে একাধিকবার শারীরিক সম্পর্ক করেছে তাদের। তবে সে শারিরীক সম্পর্কের কথা অস্বীকার করে এখন বিয়ে করতে চায় না। তাই মেয়েটি মামলা করেছে।

 

ঘটনার বিষয়ে জানতে ফেরদৌস মোহাম্মদ শ্রাবণের ফোনে যোগাযোগের চেষ্টা করা হলে তিনি ফোন রিসিভ করেনি। এদিকে মেয়েটি এখন ভিকটিম সেন্টারে আছে বলে জানা গেছে।

 

এ বিষয়ে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক ফয়সাল আহমেদ রুনু বলেন, শুনেছি মেয়েটা মামলা করেছে। যতদূর জানি তাদের মধ্যে একটা সম্পর্ক ছিলো। কিন্তু সম্পর্কটা ব্রেকআপ হওয়ায় এমনটা অভিযোগ তুলেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *