শনিবার (৫ নভেম্বর) মহাসমাবেশকে কেন্দ্র করে একদিন আগেই বিমানে করে বরিশালে যাচ্ছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও জাতীয় স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরীসহ দলটির সিনিয়র নেতারা।
শুক্রবার (৪ নভেম্বর) বিকালে রাজধানী ঢাকা থেকে একটি অভ্যন্তরীণ বিমানে করে তারা বরিশালের উদ্দেশ্য রওনা দেন।
এদিকে বরিশালে বিএনপির সমাবেশকে কেন্দ্র করে রাজধানী ঢাকাসহ সারা দেশের সাথেই বাস যোগাযোগ বন্ধ হয়ে গেছে শুক্রবার রাত থেকেই। এমনকি বরিশাল থেকে পার্শ্ববর্তী অন্য জেলা ও উপজেলায় কোনো ধরনের গণপরিবহন চলাচল করছে না।
বিএনপির মিডিয়া সেলের দায়িত্বে থাকা নেতা জহির উদ্দিন স্বপন বলেন, পটুয়াখালী, ভোলাসহ বেশ কিছু জায়গায় বিএনপি কার্যালয়ে হামলা হলেও বরিশালে সমাবেশ আয়োজনের ক্ষেত্রে প্রশাসনের দিক থেকে তারা সহযোগিতা পাচ্ছেন।