কালিয়াকৈরে সড়ক দুর্ঘটনায় নিহত -১

মোঃ দেলোয়ার হোসেন, কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধি: গাজীপুরের কালিয়াকৈর পৌরসভার সফিপুর আনসার একাডেমী ৩নং গেইট এলাকায় ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের রাস্তা পারাপারের সময় চন্দ্রাগামী তাকাওয়া পরিবহনের ধাক্কায় অজ্ঞাত ব্যক্তি সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছে।

আহত হয়েছে দুইজন, আহতদের স্থানীয় হাসপাতালে ভর্তি করে প্রথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। বৃহস্পতিবার দুপুরে (৩ নভেম্বর) এ দুর্ঘটনা ঘটে।

স্থানীরা জানান, নিহত ব্যক্তি রাস্তা পারের সময় গাজীপুর চৌরাস্তা থেকে ছেড়ে আসা তাকওয়া পরিবহনের একটি গাড়ি তাকে ধাক্কা দিয়ে পালিয়ে যায়। লোকটি ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

পুলিশ জানায়, নিহত ব্যক্তির পরিচয় এখনো সনাক্ত করা সম্ভব হয়নি। খবর পেয়ে ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করা হয়েছে।

সালনা হাইওয়ে থানার (উপপরিদর্শক) মোঃ শহিদুল ইসলাম শহীদ ঘটনার সত্যতা নিশ্চিত করেন। বাসটিকে আটক করা সম্ভব হয়নি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *