মানিকগঞ্জে অপু বিশ্বাস প্রযোজিত নতুন সিনেমা ‘লাল শাড়ি’র শুটিং শুরু হয়েছে। তানভীর আহমেদ সিডনীর কাহিনি ও সংলাপে সিনেমাটি নির্মাণ করছেন বন্ধন বিশ্বাস।
সিনেমাটিতে অপু বিশ্বাসের বিপরীতে অভিনয় করবেন সাইমন সাদিক ও সুমিত। এ ছাড়া শহীদুজ্জামান সেলিম, আজম খান, রেবেকা সুলতানা, দোয়েল ম্যাশ, গৌতম সাহাসহ অনেকে অভিনয় করছেন।
বুধবার (২ নভেম্বর) ‘লাল শাড়ি’ সিনেমার নায়ক সাইমন শুটিং-এর একটি ছোট ভিডিও শেয়ার করেছেন। ভিডিওতে দেখা যায় পদ্মনদীর উপর একটি গানের রোমান্টিক দৃশ্যে শট দিচ্ছেন অপু-সাইমন। শুটিং সেখানে ভিড় জমে উৎসুক জনতা ও সিনেমাপ্রেমীদের।
বিষয়টি সাইমন সাদিক বলেন, ‘একটি গানের দৃশ্যধারণের মাধ্যমে শুরু হয়েছে ‘লাল শাড়ি’ সিনেমার শুটিং। অপু বিশ্বাসের সঙ্গে কাজ করতে বেশ ভালো লাগছে। সে খুব মেধাবী একজন অভিনেত্রী। আমি তাকে প্রযোজক না, একজন শিল্পী হিসেবেই পেয়েছি, যেটা আমার কাজের জন্য স্বস্তি দিচ্ছে। আর আমি যেহেতু গ্রামের ছেলে তাই গ্রামের লোকেশনে শুটিং করতে আমার দারুণ লাগে।’
অপু-জয় চলচ্চিত্রের ব্যানারে সিনেমাটি নির্মাণের জন্য তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় থেকে ৬৫ লাখ টাকা অনুদান পেয়েছেন অপু বিশ্বাস।