ঢাকাই সিনেমার শীর্ষ নায়ক শাকিব খানের ভক্ত দেশজুড়ে। শহর থেকে বন্দর, সদর থেকে গ্রাম সবখানেই তার পরিচিতি। শুধু দেশ নয়, দেশের বাইরেও অসংখ্য বাঙালি তার সিনেমার ভক্ত। তাদের জন্যই সম্প্রতি সুখবর দেন শাকিব। নতুন সিনেমার কাজ শুরু করছেন তিনি।
এদিকে ঢালিউড সুপারস্টারের শত সমালোচনা থাকলেও এখনো তার সঙ্গে অভিনয় করতে মুখিয়ে আছেন অনেক নবাগতা। শাকিব খানের বিপরীতে অভিনয় কিংবা তার সিনেমায় নায়িকা হওয়ার বাসনায় অনেকেই ধর্না দেন। অনেক সময় দেখা যায় শুটিংয়ের খবর নেই শাকিব খানের নায়িকা হয়ে নতুন সিনেমায় কাজ করবেন এমন গুজব ছড়িয়ে খবরে আসার চেষ্টা করেন কেউ কেউ।
শাকিব খানকে জড়িয়ে এমন গুজব নতুন নয়। তবে এই পালে মাঝে-মধ্যে হাওয়া দেন নির্মাতারাও। শাকিবকে নিয়ে নতুন সিনেমার ঘোষণা দিয়ে আলোচনায় আসার বৃথা চেষ্টা করতেও দেখা গিয়েছে।
শাকিব খানের নায়িকা হচ্ছেন মডেল অভিনেত্রী চমক তারা। দুদিন আগে সোশ্যাল মিডিয়ায় এমন পোস্ট ও খবরের লিংক ছড়িয়ে পড়ে। চমক তারা নিজেও ফেসবুক লাইভে এসে বিষয়টি জানান। অন্যদিকে শাকিব খান বিষয়টি জানেনই না। অথচ তার নায়িকা বনে গিয়েছেন চমক! ভিত্তিহীন এমন খবর দিয়ে চমকের পরিবর্তে বিরক্ত হয়েছেন শাকিব খান।
এদিকে নির্মাতা মোস্তাফিজুর রহমান বাবু এক ভিডিও বার্তায় বলেছেন, তার ‘পাষণ্ড’ নামে নতুন সিনেমায় শাকিব খানকে নিচ্ছেন। সিনেমাটির গল্পের কাজ চলছে। এই পরিচালক এও জানিয়েছেন, সিনেমায় থাকবেন দুই নায়িকা। একজন চমক তারা। তাকে চুক্তিবদ্ধ করানো হয়েছে। অন্যজনকে নেয়া হবে শাকিবের পছন্দের ভিত্তিতে! শিগগির শাকিবকে চুক্তিবদ্ধ করানো হবে।
তবে, এই খবরটি ‘পুরোপুরি ভিত্তিহীন’ বলছেন শাকিবের ম্যানেজার মনিরুজ্জামান। তিনি জানান, শাকিব খান ‘পাষণ্ড’ নামে কোনো সিনেমা করবেন না। এ সিনেমার বিষয়ে তিনি কিছু জানেনও না। তাকে (শাকিব) নিয়ে ভিত্তিহীন গুজব ছড়ানো নতুন কিছু নয়। তবে তার দর্শকরা সচেতন। সব কিছুতে তারা বিশ্বাস করে না। শাকিব আগামীতে তার ঘোষণা দেয়া সিনেমাগুলোর শুটিং একে একে শেষ করবেন।