বাংলাদেশ সরকারের তথ্য এবং সম্প্রচার মন্ত্রণালয়ের উদ্যোগ এবং কলকাতার বাংলাদেশ উপ-হাইকমিশনের ব্যবস্থাপনায় চতুর্থ বাংলাদেশ চলচ্চিত্র উৎসব শুরু হয়েছে ২৯ অক্টোবর।
উৎসবে ২৪টি পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্রের মধ্যে পরীমনি অভিনীত ২ সিনেমা ‘বিশ্বসুন্দরী’ ও ‘গুনিন’ আজ মঙ্গলবার প্রদর্শিত হবে।
আজ দুপুর ১টায় দেখানো হবে চয়নিকা চৌধুরী পরিচালিত ‘বিশ্বসুন্দরী’। সিনেমায় পরীমনির বিপরীতে আছেন সিয়াম আহমেদ।
দুপুর সাড়ে ৩টায় দেখানো হবে গিয়াস উদ্দিন সেলিম পরিচালিত ‘গুনিন’। এই সিনেমায় পরীমনির বিপরীতে আছেন শরিফুল রাজ।
পরীমনি বলেন, ‘এটা নিশ্চয় আমার জন্য ভালোলাগার সংবাদ। একটি চলচ্চিত্র উৎসবে আমার অভিনীত ২ সিনেমা দেখানো হবে। আশা করি কলকাতার দর্শক এই ২ সিনেমা পছন্দ করবেন।’
বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উদ্যোগে কলকাতায় চলছে চতুর্থ বাংলাদেশ চলচ্চিত্র উৎসব। এখানে সিনেমা দেখা যাচ্ছে বিনামূল্যে। তাই ব্যবসা সফল না হলেও কলকাতার দর্শকদের তীব্র উৎসাহ বলে দেয় চতুর্থ বাংলাদেশ চলচ্চিত্র উৎসব ঘিরে বাংলাদেশের সিনেমাকে কলকাতায় প্রমোট করার বিষয়ে এবং অবশ্যই দর্শকদের মধ্যে বাংলাদেশি সিনেমার চাহিদা তৈরির বিষয়ে যথেষ্ট সফল বাংলাদেশ সরকার।