শাকিবের ‘শের খান’ নিয়ে সুখবর এ সপ্তাহেই

কয়েকমাস ধরে সুপারস্টার শাকিব খানকে নিয়ে ছবি নির্মাণের পরিকল্পনা করছিলেন সানী সানোয়ার। সানীর নির্দেশনায় শাকিব ক্যামেরার সামনে দাঁড়াবেন— শোনার পর থেকেই শাকিবিয়ানদের মধ্যে উন্মাদনা শুরু হয়।

চলতি মাসের মাঝামাঝিতে খবর আসে, কিং খানকে নিয়ে ‘শের খান’ নামের একটি ছবি নির্মাণ করবেন সানী। এটি প্রযোজনা করবে কপ ক্রিয়েশন। সঙ্গে থাকবে এসকে ফিল্মস। এ মাসেই আসবে তার আনুষ্ঠানিক ঘোষণা।

তারপর থেকেই অপেক্ষায় রয়েছেন শাকিব অনুরাগীরা। সেই আগ্রহ মেটাতেই সিনেমাটির আপডেট দিয়েছেন শাকিব খান ও সানী সানোয়ার।

শাকিবের প্রযোজনা প্রতিষ্ঠান এসকে ফিল্মস এবং সানীর প্রোডাকশন হাউস কপ ক্রিয়েশনের ফেসবুক পেজ থেকে জানানো হয়েছে খবরটি।

সোমবার (৩১ অক্টোবর) রাতে করা পোস্টে জানানো হয়, শের খান সিনেমাটি এসকে ফিল্মস ও কপ ক্রিয়েশনের যৌথ প্রযোজনায় নির্মিত হবে এবং সিনেমাটির প্রি-প্রোডাকশনের কাজ চলছে পুরোদমে।

পোস্টে আরও জানানো হয়, ‘চলচ্চিত্রটি নিয়ে বিস্তারিত তথ্য জানানো হবে এ সপ্তাহেই। স্বল্প সময়ের মধ্যে শের খান নিয়ে আপনাদের আগ্রহ, উদ্দীপনা ও ভালোবাসা আমাদের মুগ্ধ করেছে। আশা করি শের খান চলচ্চিত্রটি আপনাদের আকাঙ্ক্ষা পূরণে সফল হবে।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *