‘ব্যবসার পরিস্থিতি’র পর এবার আসছে ‘সোনার বাংলাদেশ’

দুই মাস আগের কথা। ভাইরাল হয় ‘ব্যবসার পরিস্থিতি’ গানটি। ১১ আগস্ট প্রকাশ পাওয়া গানটি ইউটিউবে ভিউয়ের পরিমাণ ৩০ মিলিয়ন। গানটির সঙ্গে এর শিল্পী আলী হাসানও চলে আসেন লাইম লাইটে।

সেই আলী হাসানের নতুন গান আসছে শিগগিরই। সোমবার বিকেলে তিনি একটি সংবাদমাধ্যমকে জানান, কয়েকদিনের মধ্যেই প্রকাশ পাবে গানটি।

আলীর এবারের গানের শিরোনাম ‘সোনার বাংলাদেশ’। এর একটি টিজার প্রকাশ পেয়েছে রোববার।

গানের কিছু লাইন এমন-

‘দেশে ভালা কইবেন কারে, এহন সবার ভিতরেই প্যাচ, তগো মোছ দাড়ি গজানের আগে গজায়া যায় ল্যাজ,

আমার সোনার বাংলাদ্যাশ… এত সুন্দর দ্যাশ শুধু মানুষগুলাই খ্যাছ, লাগে কথায় কথায় হাতাহাতি সম্পর্ক শ্যাষ

শোনেন শোনেন দেশবাসী, ট্যাকা পয়সার ফ্যারে আছি, রাইতে মশা দিনে মাছি, এডি মাইরা বাঁইচা আছি…’

আলী হাসানের এবারের গানটিও নানারকম সমস্যাকে তুলে ধরে করা হয়েছে। তবে এবারের সমস্যাগুলো মানুষের।

আলী বলেন, ‘আমার দেশের মানুষের স্বভাব নিয়ে গানটি। দেশের কিন্তু কোনো সমস্যা নাই, সমস্যা আমার আপনার মধ্যেই।’

তিনি আরও বলেন, ‘আমি বিদেশ ছিলাম। বিদেশ গেলে বোঝা যায় দেশের মর্ম। আমার দেশটা অনেক সুন্দর, কিন্তু সমস্যা আমাদের স্বভাবে। সেগুলোই গানের কথায় তুলে আনার চেষ্টা করেছি।’

‘সোনার বাংলাদেশ’ গানটিও প্রকাশ পাবে জি-সিরিজের ব্যানারে। আলী হাসান বললেন, “আসলে পরিচিতি পাওয়ার আগ পর্যন্ত সংগ্রাম করা লাগে। এরপর একবার পরিচিতি পেয়ে গেলে শিল্পীর আর ঘোরা লাগে না, শিল্পীর পিছেই ঘোরে সবাই। ঘটনাটা শোনেন, ব্যবসার পরিস্থিতির তখনও ভিডিও রেডি করতে পারি নাই, অডিও নিয়ে একটা বিখ্যাত রেকর্ডিং লেবেলের কাছে গেছিলাম, তারা এমন ভাব করল যে এটা কোনো গানই হয় নাই। পরে নিজে কিছু টাকা খাটাইয়া আর শুচি ভাইয়ের সহযোগিতায় ভিডিওটা বানাইতে পারছিলাম। জি-সিরিজের কাছে ভিডিওটা নিয়ে গেলে তারা আমারে যথেষ্ট খাতির করছে। তাই আমি মনে করি জি-সিরিজ আমার গোড়া। আরো লেবেলের সঙ্গে কাজ করব হয়তো তবে জি-সিরিজের সঙ্গে সম্পর্কটা রাখব। কারণ তারাই আজকের আলী হাসানরে চিনাইছে।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *