কালিয়াকৈরে ১২ই রবিউল আওয়াল উপলক্ষে আলোচনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

মোঃ দেলোয়ার হোসেন, কালিয়াকৈর (গাজীপুুর) প্রতিনিধি: গাজীপুরের কালিয়াকৈর উপজেলার সাহেবাবাদ পূর্ব দক্ষিনপাড়া মরহুম হাজ্বী হযরত আলীর পরিবারের উদ্যেগে পবিত্র ১২ই রবিউল আওয়াল উপলক্ষে আলোচনা দোয়া মাহফিল অনুষ্টিত হয়েছে।

সোমবার দুপুরে (৩১ অক্টোবর) সাহেবাবাদ পূর্ব দক্ষিনপাড়া মরহুম হাজ্বি হযরত আলীর ও আব্দুল মান্নান সাহেবের বাড়ীতে পবিত্র ১২ই রবিউল আওয়াল উপলক্ষে আলোচনা ও দোয়া মাহফিল অনুষ্টিত হয়।

এই সময় সভাপতিত্ব করেন, সাহেবাবাদ পূর্ব দক্ষিণপাড়া মরহুম হাজ্বি হযরত আলীর ছেলে আব্দুল মান্নান।

প্রধান আলোচক হিসাবে উপস্থিত ছিলেন, মহতামিম জামিয়া কাসেমিয়া আশরাফুল উলুম মাদরাসার খতিব বাঙাল ঢাকা, আল্লামা জুনায়েদ আল হাবিব।

প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, কালিয়াকৈর পৌরসভার মেয়র মজিবুর রহমান। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির সভাপতি ভিপি মুহাম্মদ হেলাল উদ্দিন, উপজেলা উলামা পরিষদের সভাপতি আলহাজ্ব মাওলানা মুফতি এমদাদুল হক, রাজদিঘি সাহেরাফুল মাদরাসার মহতামিম আলহাজ্ব মাওলানা আমিনুল ইসলাম আমিনী, উপজেলা যুবলীগের সদস্য জসিম উদ্দিন, কালামপুর দক্ষিনপাড়া জামে মসজিদে ইমাম ও খতিব মাওলানা মুফতি সফি উদ্দিনসহ অন্যান্য নেতৃবৃন্দরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *