বাধা দিয়েও বিএনপির সমাবেশে জনস্রোত ঠেকাতে পারছে না সরকার: রিজভী

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, জনগণ আর আওয়ামী লীগের সাথে নেই। বিএনপির সমাবেশে বাধা দিয়েও জনস্রোত ঠেকাতে পারছে না সরকার।

সোমবার (৩১ অক্টোবর) জ্বালানি তেল ও নিত্যপণ্যের মূল্যবৃদ্ধি এবং পুলিশের গুলিতে নেতাকর্মী হত্যার প্রতিবাদে নাটোর সদর ও পৌর বিএনপির সমাবেশে তিনি এসব কথা বলেন।

রিজভী বলেন, বিএনপির জনস্রোত দেখে আওয়ামী লীগ ভীত হয়ে পড়েছে। আওয়ামী লীগ রাতের আধারে ভোট করে ক্ষমতায় আসে। জনগণের ভোটে নির্বাচিত হতে পারবে না।

তিনি বলেন, বিএনপির জনপ্রিয়তায় ভয় পেয়ে নেতা-কর্মীদের ওপর কাপুরুষের মতো হামলা চালাচ্ছে সরকারি দলের লোকজন।

এসময় পুলিশ ছাড়া মাঠে আসতে আওয়ামী লীগের প্রতি চ্যালেঞ্জ দেন রুহুল কবির রিজভী।

সমাবেশে আরও বক্তব্য রাখেন জেলা বিএনপি নেতা সাবিনা ইয়াসমিন ছবি, জেলা বিএনপির সদস্য সচিব রহিম নেওয়াজ ও আহ্বায়ক শহিদুল ইসলাম বাচ্চুসহ নাটোর বিএনপির বিভিন্ন স্তরের নেতারা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *