আরেকটু হলে জ্ঞান হারাতাম: পাপন

টি-টোয়েন্টি বিশ্বকাপে নিজেদের তৃতীয় ম্যাচে জিম্বাবুয়ের বিপক্ষে ৩ রানের শ্বাসরুদ্ধকর জয় পেয়েছে বাংলাদেশ দল। টানটান উত্তেজনার এই ম্যাচের ফল নির্ধারণ হয়েছে শেষ বলে। যেখানে ভাগ্য হেসেছে বাংলাদেশের হয়েই।

বাংলাদেশের এমন টানটান উত্তেজনার ম্যাচ দর্শকদের উপর প্রভাব ফেলে বলে মন্তব্য করেছে বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন।

জিম্বাবুয়ের বিপক্ষে জয়ের পর সাংবাদিকদের সামনে তিনি বলেন, ‘আজকের ম্যাচটা জেতা উচিতই ছিল বাংলাদেশের। নয়তো আমি সত্যিই খুব কষ্ট পেতাম।’

পাপন বলেন, এভাবে ম্যাচ শেষ হলে দর্শকের হার্ট অ্যাটাক হয়ে যেতে পারে। টু মাচ! আমি আরেকটু হলে জ্ঞানই হারিয়ে ফেলতাম!

কিছুটা ধাতস্থ হয়ে পাপন বলেন, টি-টোয়েন্টিতে আমরা এমন অনেকগুলো ম্যাচ হেরেছি। শেষ ৩ ওভারে ব্যাটিং ও বোলিং দুটোতেই আমরা ভালো করছি, এমনটা বলা যাবে না। আমরা শেষ ৩ ওভারে রানও পাচ্ছি না, আবার বল হাতে প্রচুর রানও দিয়ে দিচ্ছি। আজকের যে প্রতিপক্ষ, তাদের বিরুদ্ধে বড় ব্যবধানে না জেতার কোনো কারণই নেই। সেদিক দিয়ে মনটা একটু খারাপ।

‘টি-২০তে আমাদের যে সমস্যা রয়েছে, এটা থেকে বের হতে পারছি না। এখনো ওই সমস্যা রয়েই গেছে। তারপরও জিতেছে, ভালো লাগল। একটা কথা মনে রাখতে হবে—এই ফরম্যাটে নামিবিয়া, স্কটল্যান্ড, আয়ারল্যান্ড, জিম্বাবুয়ে ওরা প্রত্যেকেই শক্তিশালী। ওরা পাকিস্তানকে হারিয়েছে, ইংল্যান্ড হেরে গেছে, এগুলো তো অবিশ্বাস্য। এই ফরম্যাটটাই এ রকম।’

‘ওরা এই ফরম্যাটেই শুধু খেলে। তাই ওদের সঙ্গে খেলাকে হালকা করে নেওয়ার কিছু নেই। আমাদের ৩টা ম্যাচ জেতা উচিত, টুর্নামেন্ট শুরুর আগে বলেছিলাম ৩টা ম্যাচ জিতলেই আমি খুশি। দুটো হয়েছে, আরেকটা ম্যাচ বাকি আছে। (এটা কি পাকিস্তান হবে?) ইন্ডিয়াও হতে পারে!’

‘সব মিলিয়ে অসাধারণ। তাসকিনকে আমরা মূল বোলার বলি। কিন্তু গত কয়েক ম্যাচ ধরে মুস্তাফিজ যে কামব্যাক করেছে, সেটা ইতিবাচক। ও খুবই ভালো বল করছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *