রায়হানের পরিবারকে ৫০ হাজার টাকার চেক দিলেন পুলিশ সুপার

নজর২৪, সিলেট- সিলেটে রায়হান হত্যা-কা-ণ্ডে অভিযুক্ত বরখাস্তকৃত এসআই আকবর কে গ্রেফতার করায় সিলেট জেলার পুলিশ সুপার মোহাম্মদ ফরিদ উদ্দিন পিপিএম এর প্রতি কৃতজ্ঞতা জানালেন নিহত রায়হানের মা সালমা বেগম।

 

রবিবার (১৫ নভেম্বর) সকাল এগার ঘটিকায় নিহত রায়হানের মাসহ পরিবারের সদস্যগন পুলিশ সুপার কার্যালয়ে উপস্থিত হয়ে পুলিশ সুপার কে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান। পুলিশ সুপার নিহত রায়হানের মাকে শান্তনা দেন এবং ন্যায়বিচার নিশ্চিত হবে মর্মে আশ্বস্থ করেন।

 

এসময় রায়হানের আমেরিকা প্রবাসী চাচা,মামাত ভাই শওকত সহ অতিরিক্ত পুলিশ সুপার (সদর ও মিডিয়া) মো: লুৎফর রহমান,ওসি (ডিবি) ও সহকারী মিডিয়া অফিসার সাইফুল আলম উপস্থিত ছিলেন।

 

পরে পুলিশ সুপার মোহাম্মদ ফরিদ উদ্দিন পিপিএম জেলা পুলিশের কল্যান তহবিল থেকে নিহত রায়হানের পরিবারকে পঞ্চাশ হাজার টাকার চেক এবং তাহার ছোট্ট শিশুর জন্য উপহার সামগ্রী প্রদান করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *