টেলিভিশন নাটকের জনপ্রিয় জুটি হিসেবে পরিচিতি পেয়েছেন শামীম হাসান সরকার ও অহনা রহমান। এরই মধ্যে এই জুটি বেশ কটি দর্শকপ্রিয় নাটক উপহার দিয়েছে।
নাটকপাড়ায় কান পাতলেই শোনা যাচ্ছে, শামীম ও অহনা চুটিয়ে প্রেম করছেন। শুধু তা-ই নয়, তারা দুজন নাকি একান্তেও সময় কাটাচ্ছেন।
জানা গেছে, মেকআপ রুমের মধ্যে দুজনে খুনশুটিতে মেতে ওঠেন। অন্য শিল্পীরাও ধারণা করছেন, শামীম-অহনার মধ্যে সম্পর্ক রয়েছে।
তবে বিষয়টি নিয়ে অহনা একটি সংবাদমাধ্যমকে বলেন, ‘শামীম আমার ভালো বন্ধু। আমরা দুজনে শুটিংয়ে অনেক আনন্দ নিয়ে কাজ করি। কেউ যদি মনে করে আমরা প্রেম করছি তাহলে আমার কিছুই বলার নেই।’
তবে অহনার সঙ্গে সম্পর্কের বিষয়টি নিয়ে শামীম প্রকাশ্যে কোনো মন্তব্য করেননি।
দীর্ঘদিন ধরেই শোবিজে কাজ করছেন অহনা। নাটকের পাশাপাশি সিনেমাতেও অভিনয় করেছেন তিনি।