চলতি বছরের জানুয়ারিতে গুরুতর অসুস্থ হয়ে টানা ১৫ দিন হাসপাতালে ছিলেন চলচ্চিত্র ব্যক্তিত্ব মাসুদ পারভেজ (সোহেল রানা)। তখন করোনাভাইরাসে আক্রান্ত হন তিনি। শতভাগ সুস্থ হয়ে গত ৮ মাস ভালোই ছিলেন এই নায়ক-প্রযোজক।
তবে চলতি সপ্তাহে নতুন জটিলতা দেখা দেয় চোখে। ২৫ অক্টোবর ঢাকার একটি হাসপাতালে হয় সার্জারি। ফলাফল হিতে বিপরীত। সমাধানের বদলে তৈরি হলো নতুন জটিলতা। মূলত সেই জটিলতা নিরসনে আজ এই কিংবদন্তিকে ঢাকা থেকে নেওয়া হচ্ছে সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে।
বিষয়টি নিশ্চিত করেছেন তার ছেলে নির্মাতা-অভিনেতা মাশরুর পারভেজ। তিনি বলেন, ‘গত মঙ্গলবার বাবার ক্যাটারেক্ট সার্জারি হয়। এরপর তার চোখে জটিলতা দেখা দিয়েছে এবং চিকিৎসক দ্বিতীয়বার অস্ত্রোপচারের পরামর্শ দিয়েছেন। তাই উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুরে নিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছি।’
এসময় দেশবাসীর কাছে বাবার জন্য দোয়া চেয়েছেন সোহেল রানার ছেলে মাশরুর পারভেজ।