মো. সানোয়ার হোসেন, মির্জাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি- টাঙ্গাইলের মির্জাপুর উপজেলার উয়ার্শী ইউনিয়ন আওয়ামী লীগের সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১৪ নভেম্বর) নাগরপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে সম্মেলনের শুভ উদ্বোধন করেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা একাব্বর হোসেন এমপি।
প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক মীর শরীফ মাহমুদ।
উয়ার্শী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ফরহাদ আলী খান শাহিনের সভাপতিত্বে ও সাধারন সম্পাদক আওলাদ হোসেনের সঞ্চালনায় সম্মেলনে টাঙ্গাইল জেলা, মির্জাপুর উপজেলা ও উয়ার্শী ইউনিয়ন আওয়ামী লীগের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
সম্মেলনের প্রথম অধিবেশনে আলোচনা শেষে দ্বিতীয় অধিবেশনে সরাসরি কাউন্সিলরদের ভোটে আব্দুল্লাহ্ হেল বাকী ১৩১ ভোট পেয়ে সভাপতি ও মনির হোসেন খান ১৩২ ভোট পেয়ে সাধারণ সম্পাদক নির্বাচিত হন।