খুব কষ্ট পাই যখন কিছু মানুষ না জেনে এসব কথা বলে: বুবলী

আলোচনার-সমালোচনার টেবিলে শাকিব-বুবলী ইস্যু এখনও আবেদন হারায়নি। বরং প্রতিনিয়ত নতুনত্ব নিয়ে সামনে আসছে তা। কিছুদিন আগে শাকিব একটি সংবাদমাধ্যমে স্ত্রী সন্তান নিয়ে বেশকিছু কথা বলেছেন। এরপরই সংবাদমাধ্যমের কাছে মনের আগল খুললেন বুবলী। এক সাক্ষাৎকারে জানালেন দুধের শিশুকে নিয়ে যুদ্ধ করে বেঁচে ফিরেছেন তিনি।

শেহজাদ খান বীরের জন্ম হয়েছে মার্কিন মুলুকে। ওই সময়টা ছেলেকে পেটে নিয়ে তিনি একাই ছিলেন সেখানে। সেই সময়ের স্মৃতিচারণ করে বুবলী বলেন, ‘করোনার সময় আমেরিকার মতো জায়গায় যেখানে সবচেয়ে বেশি করোনার প্রভাব ছিল। ওই জায়গায় দীর্ঘ এক বছর ছিলাম। সেখানে প্রেগনেন্ট অবস্থা থেকে শুরু করে এবং ডেলিভারি হওয়া এবং দুধের শিশুকে নিয়ে যুদ্ধ করে টিকে বেঁচে ফিরতে পেরেছি। তাই বাকি দিনগুলোও ইনশা আল্লাহ বাচ্চাকে ভালো রাখার সব চেষ্টা আমি করে যাব।’

এসময় শাকিব প্রসঙ্গে এ নায়িকা বলেন, ‘শাকিবের কথা আমার কাছে গুরুত্বপূর্ণ এবং আমি তাকে বিশ্বাস করি। স্ত্রী হিসেবে, শেহজাদের মা হিসেবে এবং একজন সহকর্মী হিসেবে আমি সবসময় তার পাশে আছি। দিন শেষে আমি চাই সে ভালো কাজের সঙ্গে থাকুক, ভালো ভালো চিন্তা করুক।’

এ আলাপচারিতায় বুবলী জানান, আমি আমার জায়গায় শতভাগ চেষ্টা করি ছেলেকে ভালো রাখার। এমনকি আমি নিজে কাজ করে আমার এবং আমার ছেলের জন্য আর্থিকভাবে সব দায়িত্ব পালন করি। আমি কখনই আর্থিক সাপোর্টের জন্য তাঁর ওপর নির্ভর হইনি বা প্রেশার দিইনি। তিনি পরিবার ভেবে কোনো কিছু করার চেষ্টা করলে তা ভিন্ন বিষয়। কিন্তু তাঁর কাছ থেকে আমি আর্থিকভাবে অনেক কিছু নিচ্ছি এটা যারা ভেবে কমেন্ট করেন তাদের এই ভুল ধারণা থাকা উচিত নয়। খুব কষ্ট পাই যখন কিছু মানুষ এভাবে না জেনে নানা কথা বলে। এ জন্যই শুরুতে বলেছিলাম, আমার চুপ থাকাকে অনেকে সুযোগ হিসেবে কাজে লাগায়।

এদিকে শাকিব খানের সঙ্গে অনেক নায়িকার প্রেম ও নানা বিতর্কের বিষয়ে বুবলী বলেন, ‘এসব বিতর্ক আমার কানেও আসে। এসব বিষয়ে জিজ্ঞাসা করলে যখন বলেছে সত্য নয়, তখন তাই বিশ্বাস করেছি। কারণ তার কথা আমার কাছে গুরুত্বপূর্ণ এবং আমি তাকে বিশ্বাস করি। স্ত্রী হিসেবে, শেহজাদের মা হিসেবে এবং একজন সহকর্মী হিসেবে আমি সবসময় তার পাশে আছি। দিন শেষে আমি চাই সে ভালো কাজের সঙ্গে থাকুক, ভালো ভালো চিন্তা করুক।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *