নতুন ডোমেইনে আজ ব্যবসায় ফিরছে ইভ্যালি

বহুল আলোচিত ই-কমার্স প্রতিষ্ঠান ইভ্যালি আজ শুক্রবার (২৮ অক্টোবর) ‘ধন্যবাদ উৎসব’ আয়োজনের মাধ্যমে নতুন করে ব্যবসায় ফিরছে। এক বছরের বেশি সময় বন্ধ থাকার পর নবজন্ম হতে যাচ্ছে প্রতিষ্ঠানটির। তবে আগের ডোমেইনে ব্যবসা করার সুযোগ থাকছে না। ব্যবসা চালু করতে নিতে হয়েছে নতুন ডোমেইন।

এ বিষয়ে ইভ্যালি জানিয়েছে, শুক্রবার ইভ্যালি ডটকম লাইভ হবে। আমরা চেয়েছিলাম পূর্বের মতোই ইভ্যালি ডটকম ডটবিডি ডোমেইনটি চালু করতে। ইভ্যালি ডটকম ডটবিডি ডোমেইন প্রোভাইডার বিটিসিএল থেকে আমাদের কাছে হস্তান্তর প্রক্রিয়াধীন। আশা করছি দ্রুত আমরা পেয়ে যাব। সংস্থাটি নিরলসভাবে চেষ্টা করছে দেওয়ার জন্য। পুরাতন ডোমেইন আপডেট হওয়ার সাথে সাথেই আমরা আপনাদের অবগত করব।

ইভ্যালি আরও জানিয়েছে, সবকিছু নতুন হওয়ায় আপাতত পুরাতন ডাটা থাকবে না। বিচলিত হবেন না। পুরাতন সকল ডাটা অ্যামাজনের কাছে সুরক্ষিত আছে। আমরা এই বিষয়ে অ্যামাজন সাথে সব ধরনের যোগাযোগ রাখছি। আশা করছি, পুরাতন সার্ভারের সমস্যা দ্রুতই সমাধান করতে সক্ষম হব। আমাদের চেষ্টা চলমান আছে।

ধন্যবাদ উৎসব সফল করার আহবান জানিয়ে ইভ্যালির সহপ্রতিষ্ঠাতা এবং বর্তমান পরিচালনা পর্ষদের সদস্য শামীমা নাসরিন বলেন, সময়ের সাথে আমরা আমাদের অতীতের দেনা পরিশোধ করতে পারব বলে জোরালোভাবে বিশ্বাস করি। ইভ্যালি এখন এমন একটি ব্র্যান্ড যা এই জাতির আবেগের সাথে মিশে আছে। আমাদের এখন দুইজন স্বাধীন পরিচালক আছেন। একজন ই-ক্যাব থেকে এবং একজন বাণিজ্য মন্ত্রণালয় থেকে। কাজেই এখন আমরা আগের যেকোনো সময় থেকে অনেক বেশি দায়বদ্ধতা এবং জবাবদিহিতার মধ্যে আছি।

উল্লেখ্য, ১৫ অক্টোবর ইভ্যালি চালু হওয়ার কথা থাকলেও গ্রাহকদের আরও বেশি সুবিধা দিতে তারিখ পরিবর্তন করে প্রতিষ্ঠানটি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *