এবার জুটি বাঁধছেন নিরব-শখ

সরকারি অনুদানে সাবেক নৌ পরিবহন মন্ত্রী শাজাহান খানের গল্প অবলম্বনে লেখা মুক্তিযুদ্ধভিত্তিক সিনেমা ‘জয় বাংলার ধ্বনি’ নির্মাণ করছেন পরিচালক খ. ম. খুরশীদ। সিনেমায় কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করছেন নায়ক নিরব। বিপরীতে সুনেরাহ বিনতে কামালের থাকার কথা থাকলেও, তিনি সরে দাঁড়ানোর সিদ্ধান্ত দিয়েছেন।

গত ৯ অক্টোবর সিনেমার জন্য চুক্তিবদ্ধ হন ‘ন ডরাই’ খ্যাত অভিনেত্রী সুনেরাহ। বৃহস্পতিবার (২০ অক্টোবর) সিনেমার সংবাদ সম্মেলনে নিরবকে দেখা গেলেও অনুপস্থিত ছিলেন অভিনেত্রী। এরপরই জানা যায় সিনেমাটি থেকে সরে দাঁড়িয়েছেন তিনি।

ফলে সেখানে নিরবের বিপরীতে কে কাস্ট হতে পারে তা নিয়ে জটিলতা দেখা দিয়েছে। এখনও চুড়ান্ত হয়নি। যদিও নিরবের বিপরীতে শখের নাম শোনা যাচ্ছে।

তবে নিরব জানালেন, ‘ছবির কাস্টিং থেকে সরে যাবার বিষয়টি একেবারেই আমার কাছে অদ্ভুত লাগলো। কারণ মৌখিকভাবে তার সাথে ফাইনাল করা হলো, আমরা একসাথে ফটোশুট করলাম। শেষে অবাক হলাম। যাইহোক নিশ্চয়ই ভাল কিছুর জন্যই এসব ঘটনা ঘটছে। বরাবরই আমি সববিষয়ে খুবই আশাবাদী থাকতে চাই। নইলে দীর্ঘ এই ফিল্ম ক্যারিয়ারে আমি বাকি সবকিছু ফেলে শুধু ফিল্মটাকে আঁকড়ে ধরে রেখে বাঁচতে চাইতাম না। আমার অনেক কিছুর সমালোচনা করা যাবে হয়ত। কিন্তু চলচ্চিত্রের প্রতি আমার এই নিবিষ্টপ্রেম ও পেশাদারিত্ব নিয়ে আজ অব্দি কেউ কথা বলেননি। কারো সেটে আমি ৫ মিনিট দেরিতে পৌঁছাইনি। আমরা এই ছবির জন্য মূলত অনেকের কথাই ভাবছি। সেই ভাবনার জায়গায় শখ রয়েছে।’

উল্লেখ্য, একসাথে একটি টেলিকমের বিজ্ঞাপনসহ একাধিক টিভিসি নাটক করা হয়েছে নিরব-শখের। একসময় ছোট পর্দায় দাপিয়ে বেড়িয়েছে নিরব-শখ বা নিরব-সারিকা জুটি। তবে বড় পর্দায় এটি চূড়ান্ত হলে এই ছবিটিই হবে তাদের প্রথম কোনো চলচ্চিত্রের কাজ।

এদিকে দুজন একসাথে জুটি বেঁধে বিভিন্ন ইভেন্টে স্টেজ পারফর্মেন্স করছেন। চলতি সপ্তাহেও তাদের কিছু প্রোগ্রামের কাজ ছিল। সম্প্রতি একসাথে বিভিন্ন গানের সাথে রিহার্সেলের কাজটিও সারলেন নিরব-শখ।

এ প্রসঙ্গে শখ বলেন, ‘অফিশিয়ালী কোনোকিছুই চুড়ান্ত হয়নি। তবে যদি কাজটি হয়, তাহলে তো ভালই হবে। নিরবের সাথে আমাদের পথচলা দীর্ঘদিনের। আর সবকিছুর বাইরে আমি ভাল গল্পের কাজ করতে চাই। সেক্ষেত্রে দর্শকদের ভাল কিছু উইপহার দিতে চাই বলেই কাজ করে যাচ্ছি।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *