কেন্দ্রীয় যুবলীগের সদস্য মনোনীত হলেন মির্জাপুরের কবির

মো. সানোয়ার হোসেন, মির্জাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি- বাংলাদেশ আওয়ামী যুবলীগের সদ্য ঘোষিত কেন্দ্রীয় কমিটিতে নির্বাহী সদস্য পদে মনোনীত হয়েছেন টাঙ্গাইলের মির্জাপুর উপজেলার মো. মনিরুল ইসলাম কবির।

 

শনিবার (১৪ নভেম্বর) বিকালে ধানমন্ডিস্থ আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার রাজনৈতিক কার্যালয়ে যুবলীগের ২০১ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়।

 

এর আগে প্রধানমন্ত্রী শেখ হাসিনার অনুমোদিত পূর্ণাঙ্গ কমিটি আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের যুবলীগের চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ ও সাধারণ সম্পাদক মাইনুল হোসেন খান নিখিলের কাছে হস্তাস্তর করেন।

 

দলীয় সূত্রে জানা গেছে, মো. মনিরুল ইসলাম কবির টাঙ্গাইল জেলার মির্জাপুর উপজেলার ঐতিহ্যবাহী উয়ার্শী ইউনিয়নের মসদই গ্রামের মো. মোফাজ্জল হোসেনের ছেলে। তিনি ঢাকা মহানগর উত্তর ছাত্রলীগের সাবেক উপ-পাঠাগার বিষয়ক সম্পাদক এবং পরবর্তীতে সহ-সভাপতি পদে দায়িত্ব পালন করেছেন।

 

এছাড়াও তিনি বর্তমানে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস এর ব্যক্তিগত সহকারী হিসেবে দায়িত্ব পালন করছেন।

 

মনিরুল ইসলাম কবির জানান, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা, কেন্দ্রীয় যুবলীগের চেয়ারম্যান ও সাধারণ সম্পাদক এবং ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মাননীয় মেয়র আমার রাজনৈতিক অভিভাবক ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস ভাইয়ের প্রতি কৃতজ্ঞাতা প্রকাশ করছি। তিনি সকলের কাছে দোয়া চেয়েছেন।

 

উল্লেখ্য, ২০১৯ সালের ২৩ নভেম্বর যুবলীগের কেন্দ্রীয় কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদক ঘোষণা করা হয়। যুবলীগের সপ্তম কংগ্রেসে সংগঠনটির সভাপতি পদে আসেন শেখ ফজলে শামস পরশ ও সাধারণ সম্পাদক পদে আসেন মাঈনুল হোসেন খান নিখিল। সভাপতি ও সাধারণ সম্পাদক ঘোষণার এক বছর পর পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। কমিটিতে ঠাঁই হয়েছে ২০১ জনের।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *