জন্মদিনে মাহির ছবি দিয়ে যা বললেন নিপুণ

চলচ্চিত্রে তিনি আত্মপ্রকাশ করেছেন ১০ বছর হলো। এই সময়েই তিনি নিজেকে প্রতিষ্ঠিত করেছেন দেশের শীর্ষ জনপ্রিয় অভিনেত্রী হিসেবে। তিনি চিত্রনায়িকা মাহিয়া মাহি। আজ তার জন্মদিন।

গেল বছরে গাজীপুরের রকিব সরকার নামের এক ব্যবসায়ীকে বিয়ে করেন মাহি। রাকিবের সংসারে মা হতে যাচ্ছেন তিনি। সম্প্রতি নিজেই এই ঘোষণা দিয়েছেন নায়িকা। তিনি মনে করেন, কন্যা সন্তান হবে তার। মেয়ে হলে নাম রাখবেন ফারিশতা, ঠিক করে রেখেছেন তিনি।

১৯৯৩ সালের এই দিনে মাহি জন্মগ্রহণ করেছিলেন চাঁপাইনবাবগঞ্জ জেলায়। তার আসল নাম শারমিন আক্তার নিপা।

জন্মদিনে ভক্তদের শুভেচ্ছায় ভাসছেন নায়িকা। এছাড়া মাহিকেকে সোশ্যাল মিডিয়ায় শুভেচ্ছা জানাচ্ছেন তার সহকর্মী তারকারাও।

এদিন মাহির সঙ্গে তার ছবি পোস্ট করে শুভেচ্ছা জানিয়েছেন চিত্রনায়িকা নিপুণ আক্তার। যিনি বর্তমানে চলচ্চিত্র শিল্পী সমিতিতে সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করছেন।

নিপুণ লেখেন, একজন নন্দিত অভিনেত্রী-মাহিয়া মাহি। অভিষেক হয়েছিলো ‘ভালোবাসার রং’ এ রাঙ্গানো চলচ্চিত্রে এক ‘শাহী’ আয়োজনে। নিজ অভিনয় নৈপুন্যে চলচ্চিত্রানুরাগী মানুষের মনে ‘ভালোবাসার রং’ ছড়িয়ে সমান তালে এগিয়ে চলেছেন নান্দনিক ছন্দে।

আমার প্রিয়তোষ সতীর্থ শক্তিময়ী অভিনেত্রী মাহিয়া মাহি’র আজ শুভ জন্মদিনে। তাঁর আরও আলোকিত আগামীর জন্য অবিরাম শুভ কামনা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *