চট্টগ্রাম: চট্টগ্রামের মিরসরাইয়ের সাগরে ড্রেজার ডুবে নিখোঁজ শ্রমিকদের মধ্যে আরও চার শ্রমিকের মরদেহ উদ্ধার করা হয়েছে।
বৃহস্পতিবার (২৭ অক্টোবর) সকাল সাড়ে ১০ টায় বিষয়টি নিশ্চিত করেছেন মিরসরাই উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মিনহাজুর রহমান।
তিনি বলেন, উদ্ধারকারী ডুবুরি দল সাগরে ডুবে যাওয়া ড্রেজার থেকে আরও চারটি মরদেহ উদ্ধার করা হয়েছে। মৃতদের শরীর ফুলে গেছে। এ নিয়ে ৮টি মরদেহ উদ্ধার হয়েছে। বালুমাটিতে দেবে যাওয়া ডুবন্ত ড্রেজারটি তুলতে বড় একটি ক্রেন ড্রেজার আনা হয়েছে
যাদের মরদেহ উদ্ধার করা হয়েছে তাঁরা হলেন- মো. আলম সর্দার আল আমিন (৩২), শাহীন মোল্লা (৩৫), তারেক (২৯) ও আবুল বাশার (৩৫)।
এর আগে গত দুই দিনে আল আমিন, মাহমুদ মোল্লা, জাহিদ ও ইমাম মোল্লা নামে চার জনের মরদেহ উদ্ধার হয়েছিল। নিহত আট জনের সকলেই পটুয়াখালী সদর উপজেলার জৈনকাঠী এলাকার বাসিন্দা।
২৪ অক্টোবর রাতে ঘূর্ণিঝড় সিত্রাংয়ের প্রভাবে সৃষ্ট তীব্র বাতাস ও ঢেউয়ের তোড়ে মিরসরাইয়ে বঙ্গবন্ধু শেখ মুজিব শিল্পনগরে বেপজার ভরাটের কাজে নিয়োজিত সৈকত-২ নামের ড্রেজার ডুবে যায়। এতে ভেতরে থাকা আট শ্রমিক মারা যান। শেষ পর্যন্ত সবার লাশ উদ্ধার করা হয়েছে।