নতুন প্রজন্মের অভিনয়শিল্পী কেয়া পায়েল। সম্প্রতি টেলিভিশন ও ইউটিউব চ্যানেলে তার অভিনীত বেশ কয়েকটি নাটকে ভালো সাড়া ফেলেছে। তাকে আগামী দিনের সবচেয়ে সম্ভাবনাময় অভিনেত্রী হিসেবে দেখছেন নাট্যপ্রেমীরা।
জনপ্রিয় এই অভিনেত্রী এবার কাজ করলেন একটি বিজ্ঞাপনে। সম্প্রতি এর শুটিং শেষ হয়েছে।
জানা গেছে, যমুনা গ্রুপের একটি পণ্যের প্রচারে মডেল হয়ে হাজির হবেন কেয়া পায়েল। এটি নির্মাণ করেছেন মাহাদি হাসান শাওন। এক বিশাল টিম নিয়ে কাজ করেছেন শাওন। তার সঙ্গে মেকআপের দায়িত্বে ছিলেন জাতীয় চলচ্চিত্র পুরস্কারজয়ী মাহাবুব রহমান মানিক।
বিএফডিসিতে সেট নির্মাণ করে তৈরি হয়েছে বিজ্ঞাপনটি। গেল ২১ অক্টোবর হয়েছে দৃশ্যধারণ। শিগগিরই বিজ্ঞাপনটি নানা মাধ্যমে প্রচারে আসবে।
এতে কাজ করা প্রসঙ্গে কেয়া পায়েল বলেন, ‘বিজ্ঞাপনে কাজের মজাটা হলো দর্শকের সঙ্গে নিয়মিত যোগাযোগটা থাকে। খুব আগ্রহ নিয়ে তাই কাজটি করেছি। তা ছাড়া মাহাদি হাসান শাওনের টিমটা খুবই অ্যাকটিভ এবং মেধাবী। আন্তরিকতা নিয়ে মজা করে কাজ করেছি আমরা। আশা করছি টিভিসিটি প্রচারে এলে ভালো সাড়া ফেলবে।’