ঢাকাই সিনেমার ‘অগ্নি’ খ্যাত জনপ্রিয় অভিনেত্রী মাহিয়া মাহি। কিছুদিন আগেই মা হওয়ার খবর জানিয়েছিলেন তিনি। এবার নতুন সুখবর দিলেন এই চিত্রনায়িকা।
জানা গেছে, তিনি বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে মনোনীত হয়েছেন। আহ্বায়ক হয়েছেন একই সংগঠনের রাজশাহী বিভাগ কমিটির।
রাজনীতিতে জড়ানোর বিষয়ে মাহি বলেন, ‘এ বিষয়ে গুছিয়ে কিছু বলতে পারব না। তবে জাতির জনকের আদর্শ বুকে নিয়েই পথ চলছি। যখন তারই নামের সংগঠনের কোনো পোস্টে আমাকে মনোনীত করা হয়, তখন সেই অনুভূতি আসলেই অন্যরকম। আমি চেষ্টা করব আমার ওপর অর্পিত দায়িত্ব যথাযথভাবে পালন করার।’
এদিকে আজ বৃহস্পতিবার (২৭ অক্টোবর) মাহির জন্মদিন। জন্মদিনের ঠিক আগে জানালেন, জন্মদিন নিয়ে তার কোনো পরিকল্পনা নেই। কোনো আয়োজন ছাড়াই জন্মদিন পালন করবেন তিনি।
প্রসঙ্গত, ২০২১ সালের ১৩ সেপ্টেম্বর গাজীপুরের ব্যববসায়ী ও রাজনীতিক কামরুজ্জামান সরকার রাকিবকে বিয়ে করেন মাহি। গেলো ডিসেম্বরে মক্কায় গিয়ে স্বামীর সঙ্গে ওমরাহ পালন করে এসেছেন। এবার তাদের ঘর আলোকিত করে আসছে নতুন মানুষ।