ঘরের বউদের কখনও নায়িকা হওয়া উচিত না: সিদ্দিক

ছোটপর্দার প্রিয় মুখ সিদ্দিকুর রহমান। বর্তমানে অভিনয়ে নিয়মিত নন তিনি। তবে বিভিন্ন বিষয় নিয়ে গণমাধ্যমের সঙ্গে বেফাঁস কথা বলেন। এতে কেউ তাকে বাহবা দেন। কেউবা সমালোচনা করেন।

মূলত বিচ্ছেদের পর এদিক-সেদিক হয়ে যায় সিদ্দিকের জীবন। আট বছর সংসার করার পর ভেঙে যায় সংসার। তার প্রাক্তন স্ত্রী মারিয়া মিমও মিডিয়ায় কাজ করছেন। এই কাজ নিয়ে তাদের মধ্যে মনোমালিন্য হয়। একটা সময় বিচ্ছেদের পথে হাঁটেন তারা। তাদের ঘরে রয়েছেন একমাত্র পুত্র সন্তান।

সিদ্দিক বলেন, ‘আমি সবসময়ই হাসিখুশি থাকতে চাই। প্রতিটা মানুষের ভেতর কিছু কষ্ট থাকে। যেমন আমার কষ্টের কথা যদি বলি সেটা সারা বাংলাদেশের মানুষ জানেন। আমার জীবনে যে ঘটনাটা ঘটেছে যে, আমার স্ত্রী নায়িকা হওয়ার চেষ্টা করেছিলেন। আমি তাকে বলেছি তুমি নায়িকা হবা সেটা কখনই সম্ভব না। ঘরের বউদের কখনও নায়িকা হওয়া উচিত না। বউদের ঘরে থাকা উচিত।

সেই জায়গা থেকে আমাদের মনোমালিন্য হয়, দূরত্ব হয়। এর পরে আলাদা হয়ে যায় আমার স্ত্রী। আমি অনেক চেষ্টা করেছি তাকে ফিরিয়ে আনার জন্য কিন্তু সে আসেনি।’

সিদ্দিকের পরিচালনায় অভিনয় করেছিলেন মিম। তার রচনা ও পরিচালনায় ‘মেড ইন ফরেন’ নামের নাটকে অভিনয় করেন মিম। এর পরে আরও কিছু নাটকে মিমকে দেখা যায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *