কলকাতার কিংবদন্তি সঙ্গীত পরিচালক, গায়ক ও গীতিকার কবীর সুমন। প্রায় ১৩ বছর পর ঢাকায় আসেন তিনি। এই সফরে তার সঙ্গে দ্বৈত গানে কণ্ঠ দিয়েছেন বাংলা গানের যুবরাজ আসিফ আকবর।
প্রথম সাক্ষাতেই আসিফের পাঁচ মাস বয়সী ছোট্ট কন্যা আইদাহ্ আসিফ রঙ্গনের কানে কানে শান্ত ভরাট কণ্ঠে কবীর সুমন শুনিয়ে দিলেন, ‘তোমাকে চাই।’
সোশ্যাল মিডিয়ায় কবীর সুমনের সঙ্গে তোলা মেয়ের ছবি পোস্ট করে সেই মুহূর্তের গল্প শুনিয়েছেন আসিফ।
‘ও প্রিয়া’ খ্যাত গায়ক বলেন, “১৭ অক্টোবর সকালটা আমার কাছে একটু বেশিই ঝলমলে ছিল। শ্রদ্ধেয় অগ্রজ কবীর সুমনের সঙ্গে প্রথম সাক্ষাৎ হবে। আমি বেগম আর রঙ্গন দেখা করলাম। তিনি রঙ্গনকে কানে কানে শান্ত ভরাট কণ্ঠে শুনিয়ে দিলেন-‘তোমাকে চাই’। দুদিন পর উনার এক বন্ধুর সাথে পরিচয় করিয়ে দিতে গিয়ে বললেন-ও রঙ্গনের বাবা। আসিফ থেকে রঙ্গনের বাবা হওয়ার দ্যূতিময় আনন্দে ভেসে গেছি।”
এই গায়ক আরও জানান, ‘২৪ তারিখ বৃষ্টি মুখর সকালে রঙ্গন তার মায়ের সাথে আবারও গেল কবীর সুমনকে বিদায় জানাতে। তিনি রঙ্গনকে ভালোবেসে ফেলেছেন, অনেক সময় দিলেন। কবীর সুমনের অমর সৃষ্টি জাতিশ্বরের প্রেম শিশু রঙ্গন সবচেয়ে ভালো বুঝেছে।’
ক্যাপশনে আসিফ লেখেন, ‘ছবিতে দু’জন শিশুর সাক্ষাৎ, ভালোবাসা আর বিদায়বেলার আনন্দ। পাঁচ মাস ২০ দিন বয়সী রঙ্গন যেন তিয়াত্তরের কবীর সুমনকে সুমনের গানই শোনাচ্ছে, ‘ঠোঁটে ঠোঁট রেখে ব্যারিকেড কর প্রেমের পদ্যটাই, বিদ্রোহ আর চুমুর দিব্যি শুধু তোমাকেই চাই।’